ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লর্ডসে পাকিস্তানের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৭:২১, ২৭ মে ২০১৮

লর্ডসে পাকিস্তানের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ চার ব্যাটসমানের হাফ সেঞ্চুরির সৌজন্যে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৬৩ রানের বড় স্কোর গড়েছে পাকিস্তান। তার আগে সফরকারী পেসারদের তোপের মুখে ১৮৪ রানে অলআউট হয় ইংলিশরা। শনিবার তৃতীয় দিন এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯১। পাকিস্তানের চার হাফ সেঞ্চুরিয়ান হলেন আজহার আলি (৫০), আসাদ শফিক (৫৯), বাবর আযম (৬৮ আহত অবসর) ও শাদাব খান (৫২)। তবে অতিথিদের জন্য দুঃসংবাদ, প্রতিপক্ষ পেসার বেন স্টোকসের বাউন্সারে হাতে আঘাত পাওয়া বাবর এই টেস্ট তো বটেই পুরো সিরিজেই আর খেলতে পারবে না। সফরে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে সরফরাজ আহমেদের দল। হেডিংলিতে দ্বিতীয় ও শেষ টেস্ট ১ জুন থেকে। শুক্রবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের রান ৮ উইকেটে ৩৫০। আগের দিন বোলাররা পাকিস্তানকে যে অবস্থান এনে দিয়েছিলেন, সেটিই আরও শক্ত হয়েছে ব্যাটসম্যানদের সৌজন্য। ১ উইকেটে ৫০ রান নিয়ে তারা শুরু করেছিল দিন। দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলি ও হারিস সোহেল প্রথম ঘণ্টা প্রায় কাটিয়ে দিয়েছিলেন নির্বিঘেœ। প্রথম পানি পানের বিরতির ঠিক আগে ৭৫ রানের জুটি ভাঙ্গেন মার্ক উড। ফিরিয়েছেন ৩৯ রান করা সোহেলকে। ভীষণ সতর্কতার সঙ্গে খেলতে থাকা আজহার ফিফটি করেন ১৩৩ বলে। তাকে পঞ্চাশেই থামান জেমস এ্যান্ডারসন। পাকিস্তানের ইনিংসের সেরা জুটি এরপরই। আসাদ শফিক ও বাবর আজম দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। এই দু-জনের জুটিতেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানকে পেরিয়ে যায় পাকিস্তান। পঞ্চাশ ছাড়িয়েছেন দুজনই। দুজনকেই ড্রেসিং রুমে ফিরিয়েছেন বেন স্টোকস। তবে দুজনের ফেরাটা হয়েছে দুই রকমের। ৫৯ রান করে বেন স্টোকসের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন শফিক। বাবর খেলছিলেন দারুণ দৃঢ়তায়। কিন্তু স্টোকসের বলে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্যক্তিগত ৬৮ রানে। পাকিস্তানের লড়াই তাতে শেষ হয়নি। লেগ স্পিনার থেকে ক্রমেই অলরাউন্ডার হয়ে উঠতে থাকা শাদাব খান আবারও প্রমাণ দিয়েছেন তার ব্যাটিং সামর্থ্যের। টানা দ্বিতীয় টেস্টে করেছেন ফিফটি। ফাহিম আশরাফ সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৭ করেছেন ৭ চারে। নয় নম্বরে নেমে মোহাম্মদ আমিরও খেলেছেন দারুণ দায়িত্বশীল এক ইনিংস। ৪ চারের সাহায্যে ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন এই বাঁহাতি পেসার। তাতে দিনের শেষ ভাগে দলের রান স্পর্শ করে সাড়ে তিন শ’। যদিও তৃতীয় দিনে বাবর আজম আর ব্যাটিংয়ে ফিরতে পারেনি। ১১৪.৩ ওভারে ৩৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। স্টাইলিশ এই ব্যাটসম্যানের অনুপস্থিতি শেষ পর্যন্ত লর্ডস টেস্টে পাকিস্তানের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায় কি না, সেটিই দেখার অপেক্ষা।
×