ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতন ভাতা বাড়ল শ্রীলঙ্কান ক্রিকেটারদের

প্রকাশিত: ০৭:১৮, ২৭ মে ২০১৮

বেতন ভাতা বাড়ল শ্রীলঙ্কান ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পারফর্মেন্সের ভিত্তিতে ক্রিকেটারদের বেতন দিয়েছিল। এতে করে কারও কারও বেতন শতকরা ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে ২০১৮-১৯ মৌসুমে এই পদ্ধতি থেকে সরে এসেছে এসএলসি। পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে খেলোয়াড়দের ৩৪ শতাংশ বেতন বাড়াচ্ছে বোর্ডটি। মোট ৩৩ জন ক্রিকেটারকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করেছে এসএলসি। তবে নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন লাসিথ মালিঙ্গা। সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন ক্যাটাগরি ‘এ’তে থাকা ওয়ানডে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ, টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল এবং রঙ্গনা হেরাথ, দিমুথ করুনারতেœ ও সুরঙ্গা লাকমল। তবে টি২০ অধিনায়ক থিসারা পেরেরাকে ক্যাটাগরি ‘সি’তে রাখা হয়েছে। পাঁচ নম্বর ‘প্রিমিয়ার ক্যাটাগরি’তে জায়গা পেয়েছেন সর্বোচ্চ ১৬ জন। গত মৌসুমে বেশ লাভ হয়েছে এসএলসির। ১৩.৫ মিলিয়ন ইউএস ডলার লাভের ঘোষণা দেয়ার পর বোর্ডটি খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে। এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘শেষ অর্থবছরে এসএলসি বেশ বড় অঙ্কের লাভ করেছে। তাই আমাদের মনে হয়েছে খেলোয়াড়দের বেতন বাড়ানো উচিত। ’ বেতনের পাশাপাশি চলতি মৌসুমে ম্যাচ ক্রিকেটারদের ফিও বাড়ছে।
×