ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার জার্মান সরকার

প্রকাশিত: ০৭:১৮, ২৭ মে ২০১৮

রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার জার্মান সরকার

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে রাশিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ্যাথলেটদের ডোপিং হয়েছে এমন খবর প্রকাশিত হয়। সে সময় জার্মানির সাংবাদিক হাজো সোপেল্ট একটি ডকুমেন্টারি প্রকাশ করেন যাতে রাশিয়ান এ্যাথলেটদের এই ব্যাপকভাবে ডোপিংয়ে জড়ানোর বিষয়টি দেখানো হয়েছিল। এবার সেই সোপেল্টকে আসন্ন রাশিয়া বিশ্বকাপে যাওয়ার জন্য ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া সরকার। বিষয়টি মেনে নিতে পারেনি জার্মানি। বার্লিনে সোমবার রাশিয়ার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে দেশটির সরকারপক্ষ। কয়েকদিন বাদেই জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাক্ষাত করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশের অপছন্দনীয় কিছু কার্যকলাপে পুতিন সমালোচিত। বিশেষ করে সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেন সমস্যার কারণে রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার অনেক দেশই। এর মধ্যে ডোপ বিতর্কের সঙ্গেও পুতিন প্রশাসন বেশ ভালভাবেই যুক্ত ছিল। ২০১৬ সালের অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণ বাতিলের ব্যাপারে অনেকে দাবি করলেও শেষ পর্যন্ত সীমিত আকারে অংশ নিতে পেরেছিল তারা।
×