ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:১৯, ২৭ মে ২০১৮

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ মে ॥ সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি খাবার হোটেল ও ২টি মিষ্টির দোকান ও কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার নামাবাজার এলাকায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, নামাবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, সন্দেশ ও দধি তৈরির অভিযোগে নিতাই চাঁন মিষ্টান্ন ভা-ারের মালিক তপন ঘোষকে ৪০ হাজার টাকা ও একই অভিযোগে কালি সাহা মিষ্টান্ন ভা-ারের মালিক প্রলয় কুমার সাহাকে ২০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মুসলিম হোটেলের মালিক স্বাধীন চৌধুরীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাপে তেল কম দেয়ার অভিযোগে আহমেদ এ্যান্ড সন্সকে ৩০ হাজার ও ‘মা’ ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগেও কয়েক হাজার টাকার কলা নষ্ট করা হয়।
×