ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারানো কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৬, ২৭ মে ২০১৮

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারানো কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারানো কিশোর রনি (১৫) মারা গেছে। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার কলাতলিতে নেয়া হয়। ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, রনি রাজধানীর বিভিন্ন রেলস্টেশনে পানি বিক্রি করত। তার বাবার নাম নাসির উদ্দিন। গ্রামের বাড়ি ফেনী জেলায়। সে রাজধানীর কমলাপুর ১নং বস্তি এলাকায় থাকে। প্রত্যক্ষদর্শীরা শিমু জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কমলাপুর থেকে পানি বিক্রি করতে করতে বিমানবন্দর স্টেশনে যায় রনি। সেখান থেকে ফেরার পথে মগবাজারে চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে যায়। এতে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রনি।
×