ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই কোরিয়ার নেতাদের শীর্ষ বৈঠক

প্রকাশিত: ০৬:১৪, ২৭ মে ২০১৮

দুই কোরিয়ার নেতাদের শীর্ষ বৈঠক

জনকণ্ঠ ডেস্ক ॥ দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত সীমান্তে সাক্ষাত করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইনের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে দুই পক্ষের চেষ্টার মধ্যে দেশ দু’টির নেতারা এ সাক্ষাতে মিলিত হলেন। খবর বিবিসির। ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প বৈঠকটি বাতিল করেন। কিন্তু পরে বৈঠকটি হওয়ার সুযোগ এখনও আছে বলে জানান। এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুনের দফতর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমের উত্তরাংশে দুই নেতা বৈঠক করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক সফল করতে উভয় নেতা মতামত বিনিময় করেছেন।’ মুন রবিবার সকালে এই বৈঠকের ফলাফল ঘোষণা করবেন বলে বিবৃতিতে বলা হয়েছে। প্রস্তাবিত ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হলে আলোচনায় কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের উপায় ও উত্তেজনা প্রশমনের বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।
×