ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপুল মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

মাদকবিরোধী অভিযানে আরও ১২ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১২, ২৭ মে ২০১৮

মাদকবিরোধী অভিযানে আরও ১২ ব্যবসায়ীর মৃত্যু

জনকণ্ঠ রিপোর্ট ॥ সারাদেশে মাদক নামের ভয়ঙ্কর দানবের বিরুদ্ধে চলমান যুদ্ধে আরও কুখ্যাত ১২ মাদক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গ্রেফতার হয়েছে শতাধিক মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চালানো সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়। সারাদেশে চলমান অভিযানে উদ্ধার হয়েছে বিপুল মাদক ও আগ্নেয়াস্ত্র। সারাদেশ থেকে আমাদের স্টাফ রিপোর্টাররা জানান, কুমিল্লা ॥ শুক্রবার রাত দেড়টার জেলার বাগরা এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে ব্রাক্ষণপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে বাবুল (৪০) ও দক্ষিণ তেতাভূমি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলমাস (৩৬) নিহত হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশও আত্মরক্ষায় ১৬ রাউন্ড গুলি চালায়। গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। তাদের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহত বাবুলের বিরুদ্ধে ১৬টি আর আলমাসের বিরুদ্ধে ৮টি মাদক মামলা আছে। ঘটনাস্থল থেকে ৪০ কেজি গাঁজা ও একটি বিদেশী পিস্তল উদ্ধার হয়েছে। ফেনী ॥ শনিবার ভোর চারটার দিকে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া ব্রিক ফিল্ড এলাকায় মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে গোলাগুলিতে কবির হোসেন (৫০) নামে এক ডাকাতের মৃত্যু হয়। নিহত কবির পরশুরাম উপজেলার ধনিকু- গ্রামের আবদুুল খালেক বেতুর ছেলে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, কবির হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ১০টি মামলা আছে। দুই দল ডাকাতের মধ্যে ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গোলাগুলিতে কবির মারা যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার হয়েছে। চাঁদপুর ॥ শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুরের কচুয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে বাবুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, বাবুলের বিরুদ্ধে কচুয়া থানায় পাঁচটি মাদক মামলা আছে। বাবুলের বাড়ি থেকে শতাধিক পিস ইয়াবা উদ্ধার হয়েছে। নিহত বাবুল আশরাফপুর ইউনিয়নের বনরা গ্রামের সুলতান মিয়ার ছেলে। জয়পুরহাট ॥ র‌্যাবের জয়পুরহাট ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামিম হোসেন জানান, শুক্রবার রাতে জেলার পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় রিন্টু নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে। পরে তাকে নিয়ে ভীমপুর এলাকায় অভিযানে গেলে গোলাগুলিতে তার মৃত্যু হয়। রিন্টু মিয়া (৩৪) উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, ইয়াবা, নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশনসহ বিভিন্ন মাদকদ্রব্য ভারত থেকে অবৈধ পথে এনে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শূটার পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার হয়েছে। জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি মাদক মামলা আছে। ময়মনসিংহ ॥ শুক্রবার রাত দেড়টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি তেলওয়ারি গণিমোড় আবুল খায়েরের গ্যারেজের কাছে অভিযানকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মোঃ শাহজাহান (৩০) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ২শ’ গ্রাম হেরোইন, পাঁচটি গুলির খোসা, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করেছে। শাহজাহানের বিরুদ্ধে আটটি মাদক মামলা আছে। দিনাজপুর ॥ র‌্যাব ১৩-এর দিনাজপুর ক্যাম্প কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, শুক্রবার রাত দুইটার দিকে রংপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ-কবিরাজহাট সড়কের দক্ষিণ পাশে বাসুদেবপুর এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। গুলিতে সাবদারুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত সাবদারুল বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, চারটি গুলি, দুই পোটলা গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে ৪০টি মামলা আছে। অন্যদিকে সদর উপজেলার রামসাগর এলাকায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে আব্দুস সালাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। আব্দুস সালাম দিনাজপুর সদর উপজেলার মহরমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি ককটেল, ২শ’ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। সালামের বিরুদ্ধে একাধিক মামলা আছে। বরগুনা ॥ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা সদর উপজেলার জাকির তবক গ্রামে মাদক বিক্রি ও ভাগাভাগি নিয়ে মনির ও সবির হোসেনের মধ্যে গোলাগুলি হয়। পরে পুলিশ রাস্তার পাশ থেকে সবিরের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচটি গুলি ও ১০০টি ইয়াবা উদ্ধার হয়েছে। সবিরের বাড়ি কুমড়াখালি গ্রামে। ঠাকুরগাঁও ॥ শুক্রবার রাত ৩টার দিকে জেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় একদল মাদক বিক্রেতার সঙ্গে পুলিশের গোলাগুলিতে মাদক বিক্রেতা মোবারক হোসেন ওরফে কুট্টি (৪০) নিহত হয়। ঘটনাস্থল থেকে ২শ’ ইয়াবা, কয়েকটি ধারালো অস্ত্র, পাঁচটি বিস্ফোরিত ককটেলের ধ্বংসাবশেষ, পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে। নিহত মোবারকের বিরুদ্ধে সদর ও পীরগঞ্জ থানায় ১৫টি মাদক ও চোরাচালান মামলা আছে। মোবারক জেলা শহরের রোড ছিট চিলারং গ্রামের শফি উদ্দিনের ছেলে। পাবনা ॥ জেলার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, গ্রেফতারের পর মাদক উদ্ধার অভিযানে গেলে শুক্রবার রাত ৩টার দিকে মহেন্দ্রপুর এলাকায় গোলাগুলিতে আব্দুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। সে দোগাছী ইউনিয়নের কবিরপুর গ্রামের আছের উদ্দিন শেখের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, তিন রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ২শ’ ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়েছে। কুড়িগ্রাম ॥ শনিবার ভোর চারটার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ইব্রাহিম হোসেন (৩৭) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়। নিহত ইব্রাহিম দক্ষিণ বাঁশজানি এলাকার নাওডোর উত্তরপাড়ার ইউসুফ ওরফে ইনসাফের ছেলে। ঘটনাস্থল থেকে পাঁচ কেজি গাঁজা, ধারালো অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
×