ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক এবং টুইটারে বিজ্ঞাপন প্রচারে নীতিমালা

প্রকাশিত: ০৪:২৭, ২৭ মে ২০১৮

ফেসবুক এবং টুইটারে বিজ্ঞাপন প্রচারে নীতিমালা

ফেসবুক এবং টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে নতুন নীতিমালা চালু হয়েছে। গত মঙ্গলবার ফেসবুক এই নীতিমালা জারি করেছে এবং টুইটার জানায় চলতি গ্রীষ্মের শেষের দিকে তারা নতুন নীতিমালা কার্যকর করবে। প্রতিষ্ঠান দুইটি রাজনৈতিক বিজ্ঞাপন ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, অভিবাসন, গর্ভপাত এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দেয়া বিজ্ঞাপনেও নতুন এই নীতিমালা কার্যকর হবে বলে জানা গেছে। খবর এবিসি নিউজের। নতুন এই নীতিমালা অনুযায়ী, ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন অথবা ইস্যু সংক্রান্ত বিজ্ঞাপন দেয়ার জন্য বিজ্ঞাপনদাতাদের তাদের পরিচয় এবং লোকেশন প্রকাশ করতে হবে। এজন্য ফেসবুক বিজ্ঞাপন প্রকাশের জন্য একটি নতুন প্রক্রিয়া তৈরি করেছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হচ্ছে। বিজ্ঞাপন দেয়ার জন্য এখন বিজ্ঞাপনদাতাদের যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয়পত্র, একটি ঠিকানা এবং যেসব প্রতিষ্ঠান অথবা সংস্থাকে তারা প্রতিনিধিত্ব করে তাদের লিস্ট দিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×