ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামদানি মেলা শুরু মঙ্গলবার

প্রকাশিত: ০৪:২৭, ২৭ মে ২০১৮

জামদানি মেলা শুরু মঙ্গলবার

১০ দিনব্যাপী জামদানি প্রদর্শনী ও মেলা আগামী মঙ্গলবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) এবং জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ যৌথভাবে এ মেলার আয়োজন করছে। জামদানি শিল্পের বাজার সম্প্রসারণসহ উদ্যোক্তা তৈরির জন্য ২০১৪ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে বিসিক। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মঙ্গলবার দুপুরে এ মেলা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অতিথি থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সূত্র জানায়, এবারের প্রদর্শনীতে মোট ৩৫টি স্টল থাকবে। প্রতিটি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত বাহারি নামের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন তাঁতি তাদের তৈরি জামদানি পণ্য মেলাতে প্রদর্শন করবেন। উন্নত বুনন কৌশল, নিপুণ কারুকার্য, বাহারি নক্সার ফলে জামদানির চাহিদা দিন দিন বাড়ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×