ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্যাট সেবা সহজীকরণে এ্যাপস

প্রকাশিত: ০৪:২৭, ২৭ মে ২০১৮

ভ্যাট সেবা সহজীকরণে এ্যাপস

অর্থনৈতিক রিপোর্টর ॥ করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল এ্যাপস’ নামে মোবাইল এ্যাপলিকেশন চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। এ এ্যাপস চালু করায় করদাতারা দ্রুততার সঙ্গে সহজে সেবা গ্রহণ করতে পারবেন। এ্যাপসের মাধ্যমে করাদাতা বা ব্যবসায়ীরা রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন। মোবাইল এ্যাপলিকেশনটিতে ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, যা সহজে আইন ও বিধিমালার যেকোন ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই এ্যাপ ব্যবহার করে গ্রাহকগণ তাদের যেকোন ধরনের মতামত জানাতে পারবে।
×