ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে স্বর্ণ আমদানি করেছে ৪০ শতাংশ

প্রকাশিত: ০৪:২৬, ২৭ মে ২০১৮

ভারতে স্বর্ণ আমদানি করেছে ৪০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ আমদানিতে একটি বড় জায়গা দখল করে আছে ভারত। অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ স্বর্ণ আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে দেশটি। গত বছরও উল্লেখযোগ পরিমাণ স্বর্ণ আমদানি করেছে ভারত। কিন্তু চলতি বছর থেকে তাতে খরা দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) আন্তর্জাতিক বাজার থেকে ভারতে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। কিন্তু কেন হঠাৎ স্বর্ণ আমদানি কমল? মূল্যবান ধাতুর বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান জিএফএমএসের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম গেল ২১ মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছে। যার কারণে ভারতে স্বর্ণের চাহিদা কমেছে। মূলত এ কারণে বছরের প্রথম চার মাসে দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানি কমেছে বলে মনে করা হচ্ছে।
×