ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএমএসের বীরাঙ্গনার সঙ্গে ‘বেলিসিমো’

প্রকাশিত: ০৪:০১, ২৭ মে ২০১৮

ডিএমএসের বীরাঙ্গনার সঙ্গে ‘বেলিসিমো’

স্টাফ রিপোর্টার ॥ টেপরি রানী একজন বীরাঙ্গনা। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের বাসিন্দা তিনি। ১৯৭১ সালে পাক বাহিনী ও রাজাকার দ্বারা অমানুষিক নির্যাতনের স্বীকার হন তিনি। তাঁকে নিয়ে ‘বীরাঙ্গনা’ শিরোনামের গান বেধে ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান। টেপরি রানীসহ ’৭১-এর সকল বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর ২২মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ‘বীরাঙ্গনা’ শিরোনামের গানটি প্রকাশ করে। ডিএমএসের এই মহতী উদ্যোগের সঙ্গে শামিল হয় দেশের অন্যতম ফুড এ্যান্ড বেভারেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফুডস। তাদের সুপরিচিত ব্র্যান্ড ‘বেলিসিমো’ আইসক্রিমের সৌজন্যে বীরাঙ্গনা টেপরি রানীকে প্রদান করা হয় আর্থিক সহায়তা। সম্প্রতি টেপরি রানীর পক্ষে তার নাতনি জনতা রায় এই আর্থিক সহয়তার চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্য-নির্বাহক- তানভীর হায়দার চৌধুরী, মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের উপ মহা-ব্যবস্থাপক-সাম জাকারিয়া হোসাইন। ধ্রুব মিউজিক স্টেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিটাল অপারেশনের ম্যানেজার-মোঃ রাশেদ আহমেদ। তানভীর হায়দার চৌধুরী, টেপরি রানীর নাতনি জনতা রায়ের কাছ থেকে তার শারীরিক খোঁজ-খবর নেন। এ সময়, তিনি বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনাকে ১৯৭১ এর ১৪ ডিসেম্বর হত্যা করা হয়। তাই এই কষ্টটা আমি খুব ভাল করে বুঝি। ডিএমএস এর ম্যানেজার রাশেদ আহমেদ বলেন, বীরাঙ্গনা টেপরি রানী বেওয়া-কে মন থেকে শ্রদ্ধা বীরাঙ্গনা গানটি প্রকাশ করতে পেরে (ডিএমএস) পরিবার গর্বিত।
×