ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনিরুদ্ধ রাসেলের ‘জামদানি’ চলচ্চিত্রে মিলন ও সিবা আলী খান

প্রকাশিত: ০৩:৫৯, ২৭ মে ২০১৮

অনিরুদ্ধ রাসেলের ‘জামদানি’ চলচ্চিত্রে মিলন ও সিবা আলী খান

স্টাফ রিপোর্টার ॥ এবার চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন তরুণ নাট্য নির্মাতা অনিরুদ্ধ রাসেল। নির্মিতব্য তার চলচ্চিত্রের নাম ‘জামদানি’। ভারটেক্স প্রডাকশন হাউজের ব্যানারে এই চলচ্চিত্রটি নির্মিত হতে যাচ্ছে। চলচ্চিত্রের জন্য কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন দেশে আরেক গুণী ও মেধাবী নির্মাতা মোস্তফা মনন। চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা আনিসুর রহমান মিলন এবং চলচ্চিত্রের অত্যন্ত সম্ভাবনাময় অভিনেত্রী সিবা আলী খান। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম ঐতিহ্যবাহী একটি ব্রান্ড জামদানি। পোশাক শিল্পের অন্যতম এই ডিজাইনের ঐতিহ্য এবং সারাবিশ্বে এর সম্ভাব্য চাহিদা এবং এ শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবন যাত্রা নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্রের কাহিনী। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা অনিরুদ্ধ রাসেল এ প্রসঙ্গে বলেন, বহুদিন ধরেই টিভি মিডিয়ায় কাজ করছি। এ পর্যন্ত অসংখ্য খ- নাটক ও টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক নির্মাণ করেছি। তবে আমার স্বপ্নের একটি জায়গা হলো চলচ্চিত্র। এবার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্রের প্রি প্রডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রের প্রধান দুই শিল্পী আনিসুর রহমান মিলন এবং অভিনেত্রী সিবা আলী খানের সঙ্গে চুক্তি করে ফেলেছি। আরও অন্যান্য শিল্পীদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আগামী কোরবানির ঈদের আগে আমার চলচ্চিত্রের প্রথম লটের কাজ শুরু করব। এছাড়া কোরবানি ঈদের পর দ্বিতীয় লটের কাজ করব। আমাদের দেশের পোশাক শিল্পের অন্যতম একটি ঐতিহ্য জামদানি নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রটি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আশা করি আমার মেধা শ্রম এবং সংশ্লিষ্ট বিষয়ে অর্জিত আমার সব জ্ঞানের বহির্প্রকাশ ঘটাবো এই চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে। এ জন্য আমি সবার কাছে দোয়ার পাশাপাশি সহযোগিতা চাই।
×