ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ॥ রাবি ছাত্রীসহ আটক ৫

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ মে ২০১৮

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ॥ রাবি ছাত্রীসহ আটক ৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে রাজশাহীতে পাঁচজন আটক হয়েছে। এদের মধ্যে তুশমি শেখ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছে। সে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুরে রাজশাহী সরকারী সিটি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তুশমি রাজশাহীর মোহনপুরের শাকিলা খাতুন নামে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে বসেছিল। এ ঘটনায় শাকিলার স্বামী আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে। এছাড়া তুশমি ও আলমগীরের সঙ্গে মধ্যস্থতা করে দেয়ার অভিযোগে আরও দু’জনকে আটক করা হয়েছে। তারা হলো সারোয়ার হোসেন ও সাইদুর রহমান। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।অন্যদিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র্রে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম সালেহ আহমেদ। রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকায় তার বাড়ি। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই পাঁচজনকে আটক করে। ফেনীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৬ মে ॥ সদর থানার কাজীরবাগ ইউনিয়নের রুহিতিয়া এলাকা থেকে শনিবার ভোরে এক ব্যক্তির গুলিবিব্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) রাশেদ খান জানায়- নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৫০)। সে ডাকাত দলের সদস্য ছিল। নিজেদের মধ্যে ভাগবাটোয়ার বিরোধে এ ঘটনা ঘটতে পারে। লাশের পাশে একটি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ ও ১টি গুলির খোসা পাওয়া গেছে। লাশ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কবির ডাকাত ফেনী পরশুরাম থানার ধনিকুন্ড গ্রামের আবুল খালেক ভেতু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
×