ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রমিকনেতা নুরুলের খুনীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ মে ২০১৮

শ্রমিকনেতা নুরুলের খুনীদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের সিএনজি অটোরিক্সা শ্রমিকনেতা নুরুল ইসলামের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের বড় ভাই ফখরুল ইসলাম। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, তার ভাই নুরুল ইসলাম সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বাইপাস-গোয়াইনঘাট উপ-কমিটির সহ-সভাপতি। অন্যদিকে, ভাইয়ের খুনীরা এলাকার চাঁদাবাজ ও দাঙ্গাবাজ লোক। এই চাঁদাবাজ চক্রের মূল হোতা লেংগুরা গ্রামের আব্দুল হকের ছেলে গোলাম সারওয়ার। তার অন্যতম সহযোগী পূর্ব জাফলং ইউনিয়নের মেম্বার আতাউর রহমান আতাই। এই চাঁদাবাজচক্র এলাকার পাথর কোয়ারি থেকে রাস্তাঘাট-বাঁশকলসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে বেড়ায়। নুরুল ইসলাম এলাকার একজন প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি এসব চাঁদাবাজদের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের প্রতিবাদ করে আসছিলেন। এর জের ধরে চাঁদাবাজদের মূল হোতা গোলাম সারওয়ার ও আতাই মেম্বার মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। এমনকি প্রকাশ্যে দু’তিন মাস আগে নুরুল ইসলামকে হত্যা করবে বলে হুমকিও দেয়। এসব ঘটনায় থানায় মামলা মোকদ্দমা রয়েছে। গত ১৫ মে মঙ্গলবার রাতে উপজেলার পরগনা বাজারের পশ্চিমে টিয়ার খালের বাঁশের সাঁকো পার হওয়ার সময় খুনী গোলাম সারওয়ারের হুকুমে ও আতাই মেম্বারের নেতৃত্বে লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল মালিক, তার ভাই আব্দুস শহিদ এবং শামসুদ্দিনের ছেলে কায়েছ উদ্দিনসহ ২৫-৩০ সন্ত্রাসী নুরুল ইসলামের ওপর হামলা চালায়।
×