ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলায় দুই বোনের ওপর এসিড নিক্ষেপ ॥ মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ মে ২০১৮

ভোলায় দুই বোনের ওপর এসিড নিক্ষেপ ॥ মূল হোতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ মে ॥ ভোলায় ঘুমন্ত অবস্থায় দুই বোনের ওপর চাঞ্চল্যকর এসিড নিক্ষেপের ঘটনায় মূল আসামি মহব্বত হোসেন অনু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসিড নিক্ষেপের ঘটনার ১১ দিন পর শনিবার ভোরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন। গ্রেফতারকৃত মহব্বত হোসেন অনু দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে মানিক হাওলাদের ছেলে। অনু ভোলা সরকারী কলেজের অনার্স ১ বর্ষের ছাত্র । পুলিশ সুপার আরও জানান, প্রেম সংক্রান্ত কারণে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপু পুলিশকে জানিয়েছে, গত ১০ এপ্রিল এক বন্ধুর মাধ্যমে স্কুল ছাত্রী তাজিন আক্তার মালার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। ২৯ এপ্রিল সে জানতে পারে মালার সঙ্গে ইসমাইল নামে এক ছেলের সঙ্গে এক বছর ধওে প্রেম রয়েছে। এ ছাড়াও মালার চাচাত ভাই রাজিবের সঙ্গেও প্রেম ছিল। মালার সঙ্গে সম্পর্ক কেটে ফেলে ৫ দিন মোবাইল বন্ধ রাখে অনু। কিছু দিন পর মালা দুঃখ প্রকাশ করলে আবারও তাদের প্রেম চলে। কিন্তু ১০ মে অনু জানাতে পারে মালার সঙ্গে ইসমাইল নামে এক যুবকের প্রেম রয়েছে। এসব বিষয় নিয়ে ১৩ মে রাতে মালার সঙ্গে প্রায় ৩ ঘণ্টা মোবাইলে ঝগড়া হয়। পর দিন রাতে ইসমাইল নামের ওই যুবক অনুকে জানায়, মালা ছেলেদের সঙ্গে প্রেমের ছলনা করে টাকা পয়সা খরচ করে। এতে করে অনু ক্ষিপ্ত হয়ে একটি অটোরিক্সার গ্যারেজ থেকে ব্যাটারির এসিড সিরিঞ্জয়ের মাধ্যমে বোতলে এসিড সংগ্রহ করে। পরবর্তীতে সাইকেল যোগে মালাদের বাড়িতে গিয়ে ১৫ মে রাত সোয়া ২ টার দিকে জানালা দিয়ে মালার ওপর এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় অপু।
×