ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেন-রাশিয়া সম্পর্কে টানাপোড়েন

প্রকাশিত: ০৩:৪৩, ২৭ মে ২০১৮

ব্রিটেন-রাশিয়া সম্পর্কে টানাপোড়েন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ব্রিটেনের বিরুদ্ধে ‘ক্ষমার অযোগ্য’ অপরাধের অভিযোগ করেছেন। তিনি বলেন, ব্রেক্সিট ও স্ক্রিপালকে বিষ প্রয়োগ থেকে শুরু করে এমএইচ১৭ ভূপাতিত করা পর্যন্ত প্রত্যেকটি ইস্যুতে তারা অন্যায়ভাবে মস্কোকে দায়ী করেছে। রুশ হ্যাকাররা অন্য দেশের সরকারী নেটওয়ার্কে আঘাত হানার চেষ্টা করে থাকে এমন অভিযোগও তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এটি আমাদের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। -গার্ডিয়ান। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনোমিক ফোরামে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিদের উদ্দেশে পুতিন বলেন, ‘তারা আবার ব্রেক্সিট ইস্যুতে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি জোর দিয়ে বলতে চাই এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটি ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়। আমার আশঙ্কা ব্রিটেনে যারা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে কথা বলছেন তাদের রাশিয়ার এজেন্ট আখ্যা দেয়া হবে।’ তিনি বলেন, ‘ইইউ ত্যাগ করতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও রয়েছেন। আমাদের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটানোই যদি তাদের উদ্দেশ্য হয়ে থাকে তবে তারা একটার পর একটা এ রকম অভিযোগ করতে থাকবে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার ঘটনায় রাশিয়াকে দায়ী করা উচিত বলে সম্প্রতি জনসন মন্তব্য করার পর পুতিন এসব কথা বলেন। প্রায় চার বছর আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হলে এর ২৯৮ জন আরোহীর সবাই নিহত হয়েছিলেন। প্লেনটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। আন্তর্জাতিক তদন্তকারীরা দুর্ঘটনার কারণ হিসেবে রাশিয়ার একটি সামরিক ইউনিট থেকে ক্ষেপণাস্ত্র ছোড়াকে দায়ী করার পর নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি ওঠে। এরপর জনসন এক বিবৃতিতে বলেন, ‘ক্রেমলিন যে নিরপরাধ মানুষ হত্যার সঙ্গে জড়িত এটি তার আরেকটি খারাপ দৃষ্টান্ত। ক্রেমলিন মনে করে তারা যে কোন অপরাধ করে দায় এড়িয়ে যেতে পারে। রুশ সরকারকে অবশ্যই এমএইচ১৭ ভূপাতিত করার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল কি না সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।’ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০ জন ব্রিটিশ ছিলেন। জনসন আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস রুশ ফেডারেশনকে এ ঘটনার দায় সরকারীভাবে স্বীকার যে আহ্বান জানিয়েছে তার প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস নিহতের স্বজনদের স্বার্থে দায়ী ব্যক্তিদের বিচারের মুখেমুখি করতে সহযোগিতা করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। জনসন অভিযোগ করেন ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার দুর্ঘটনা তদন্তে সহযোগিতা করার পরিবর্তে ভুয়া তথ্য ছড়িয়ে রাশিয়া তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে। অথচ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২১৬৬ নম্বর প্রস্তাব অনুযায়ী এই তদন্তে সহযোগিতা করার একটি বাধ্যবাধকতা রুশ ফেডারেশনের ছিল। এর অন্যথা করার অর্থ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা। কারণ মধ্য দিয়ে নিহতের স্বজনদের তাদের প্রিয়জন হারানোর জন্য বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি দাবি করেন, রাশিয়াকে তদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে দেয়া হয়নি। তাই তদন্তের ফল মস্কো সঠিক মনে করে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রটি ‘খুব সম্ভবত’ ইউক্রেনের হয়ে থাকবে। এর আগে দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে ব্রিটেনের সলসবেরি শহরে নার্ভ এজেন্ট গ্যাস প্রয়োগ করা ইস্যু নিয়ে মস্কো ও লন্ডনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। ওই ঘটনার জেরে কয়েকটি পশ্চিমা দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হয়।
×