ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাতিলের একদিন পর কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প !

প্রকাশিত: ০৭:৩৫, ২৬ মে ২০১৮

বাতিলের একদিন পর  কিমের সঙ্গে  বৈঠকের ইঙ্গিত  দিলেন ট্রাম্প !

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ১২ জুনের পরিকল্পিত বৈঠক বাতিলের একদিন পর আবারও তা আয়োজনের সম্ভাবনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, তারা এ বিষয়টি নিয়ে কথা বলছেন। খবর বিবিসির। পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে কেন্দ্র করে বৈঠক বাতিলের হুমকি দেয় উত্তর কোরিয়া। ওই হুমকির পর বৃহস্পতিবার কিমকে লেখা এক চিঠিতে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। তার ঘোষণার পর উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি গোয়ান জানান, তার দেশ যেকোন সময় আলোচনার জন্য প্রস্তুত। এরপরই নিজের এই মনোভাবের কথা জানালেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, কী ঘটছে আমরা তা দেখছি। এখন তাদের সঙ্গে কথা বলব। এমনকি এই বৈঠক ১২ জুনও হতে পারে, আমরা তা করার চেষ্টা করব। চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জংনের সঙ্গে নির্ধারিত বৈঠক নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, আলোচনার জন্য উত্তর কোরিয়াকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। তা না হলে বৈঠক আরও পেছানো হতে পারে। সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বৈঠক বাতিল করা হয়।
×