ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সফরে তিস্তা নিয়ে কী অগ্রগতি ফখরুল

প্রকাশিত: ০৭:৩১, ২৬ মে ২০১৮

প্রধানমন্ত্রীর সফরে  তিস্তা নিয়ে কী অগ্রগতি ফখরুল

বিডিনিউজ ॥ ভারতে গিয়ে তিস্তার পানি বণ্টনসহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করেছেন, তা জানতে চেয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণ করেছে- অত্যন্ত ভাল কথা। সেই সঙ্গে আমাদের প্রশ্ন, জনগণের প্রশ্ন- আমরা আমাদের যে পাওনাগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কে তিনি (প্রধানমন্ত্রী) কথা বলছেন কি না। সন্ধ্যায় এক ইফতার আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে ভারতের কাছ থেকে বাংলাদেশের হিস্যা আদায়ের আলোচনার সম্পর্কে জানতে চাইলেন মির্জা ফখরুল। তিস্তার পানি বণ্টন চুক্তি এখনও না হওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল তখনই তারা বলেছিল যে, এখন এটা শুধু সময়ের ব্যাপার যে আমরা তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করতে পারব। অথচ দীর্ঘ নয় বছর হয়ে গেল এখন পর্যন্ত তিস্তা নদীর এক ফোঁটা পানির বিষয়ে কোন চুক্তি হয়নি। শুধু তিস্তা নয়, অভিন্ন যে ১৫৮টি নদী রয়েছে সেই নদীগুলোর হিস্যার বিষয়েও কোন চুক্তি হয়নি। অথচ দেখা যাচ্ছে যে, সামরিক চুক্তি হচ্ছে। সীমান্তে যে মানুষদের হত্যা করা হয় সেটাকে বাদ দিয়ে ট্রানজিট হয়ে যাচ্ছে। বিভিন্ন বন্দর নির্মিত হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পক্ষে তারাও। তবে একইসঙ্গে তার বিনিময়ে আমরা কী পাচ্ছি সেটাও জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা বার বার বলছি, এভাবে জনগণকে বোকা বানিয়ে, জনগণের সঙ্গে প্রতারণা করে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন। নির্বাচনী বিধি সংশোধন থেকে বিরত থাকার আহ্বান ॥ সাংসদদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নেয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশন বিধি সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিধি সংশোধনে ইসির এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। বিশেষ করে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে, সিটি কর্পোরেশনের নির্বাচনের ক্ষেত্রে যদি সংসদ সদস্যদের প্রচারণায় নামতে দেয়া হয় তাহলে সেখানে কিছুতেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। খুলনা সিটি নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে ‘ব্যর্থ হওয়ায়’ নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান মির্জা ফখরুল।
×