ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিহির রঞ্জন তালুকদার;###;কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক;###;বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট।;###;মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ মে ২০১৮

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। (পূর্ববর্তী প্রকাশের পর) ২১. সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো— i. দূরে ডেটা পাঠানো যায় ii. খরচ কম iii. তাড়াতাড়ি ডেটা পাঠানো যায় নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii ২২. নিচের কোন দু’টি কোএক্সিয়াল ক্যাবল? ক. TrinneTricket খ. pair CableCo axial Cable গ. InsulatinSulation ঘ. STPUTP ২৩. ব্রডব্যান্ডের গতি হলো- i. ১ মেগাবাইট/সেকেন্ড ii. mbps এর চেয়ে কম iii. mbps এর চেয়ে বেশি নিচের কোনটি সঠিক? ক. i খ. ii ও ii গ. i ও iii ঘ. i, ii ও ২৪.কোনটি আলোকে সিগনাল সঞ্চালনের প্রধান কাজটি করে? ক. কোর খ. মেটালিক কয়েল গ. ক্লেডিং ঘ. বাফার নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও : শাহীন তার কম্পিউটার ল্যাবে. ২০টি কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করলেন। কিন্তু ল্যাবের একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে গেল। ২৫.শাহীন তার কম্পিউটার ল্যাবে কোন টপোলজি ব্যবহার করেছিল? ক. রিং খ. মেশ গ. বাস ঘ. স্টার ২৬.শাহীনের ব্যবহৃত টপোলজির চেয়ে উপযোগী টপোলজি হচ্ছে i. স্টার ii. বাস iii. মেশ নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২৭. হাফডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে ? ক. রেডিও খ. মোবাইল ফোন গ. ল্যান্ড ফোন ঘ. ওয়াকিটকি ২৮. ন্যারোব্যান্ড কোথায় ব্যবহৃত হয় ? ক. অপটিক্যাল ফাইবার খ. টেলিগ্রাফি গ. কার্ড রিডার ঘ. ভিডিও শেয়ার ২৯.যে কোন ১টি প্রান্ত Data Send I receive করতে পারে কোনটিতে? i. Simplex ii. Half Duplex iii. Full duplex কোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. iii ঘ. ii ৩০.Coaxial Cable এর ব্যবহার হয় কোথায় বর্তমানে? ক. Internet এ খ. Dish Z_v TV line broad casting এ গ. Telephone system এ ঘ. Electricity transmission এ উত্তরপত্র:- ২১- ঘ , ২২- ক, ২৩- গ, ২৪-ক, ২৫- ক , ২৬- ঘ, ২৭- ঘ, ২৮- খ, ২৯- ক, ৩০- খ।
×