ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোঃ ইউনুছ আজাদ;###;সহকারী শিক্ষক;###;নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়;###;রাউজান, চট্টগ্রাম।;###;[email protected]

ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৩৫, ২৬ মে ২০১৮

ইসলাম ও নৈতিক শিক্ষা

এসএসসি পরীক্ষা-২০১৮ এর পরীক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আশা করি ভাল আছ। নিশ্চয়ই পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রস্তুতিকে আরও ভাল ও ফলপ্রসূ করার লক্ষ্যে তোমাদের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আশা করি নিয়মিত চর্চা করে থাকলে ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে। আমি আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের নির্দিষ্ট পাঁচটি অধ্যায়ের কোন্ কোন্ পাঠগুলোর প্রতি একটু জোর দেবে তা বলার চেষ্টা করব। এ নির্দিষ্ট পাঠগুলো যদি ভালভাবে আয়ত্ত করতে পার, তাহলে (ক) বহুনির্বাচনী প্রশ্ন (৩০) ও (খ) সৃজনশীল প্রশ্ন (৭০) এর ভাল উত্তর দিতে পারবে। প্রথম অধ্যায় : আকাইদ ও নৈতিক জীবন পাঠ শিরোনাম : ইসলাম, ইমান মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব তাওহিদ, শিরক , নিফাক , রিসালাত , আসমানি কিতাব , আখিরাত সংকর্মশীল নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা। দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস পাঠ শিরোনাম : শরিয়তের প্রথম উৎস : আল কুরআন, মাক্কি ও মাদানি সূরা, সূরা মাউন শরিয়তের দ্বিতীয় উৎস : সুন্নাহ , হাদিস ৪ (বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস) শরিয়তের তৃতীয় উৎস : ইজমা। তৃতীয় অধ্যায় : ইবাদত পাঠ শিরোনাম : সালাত , যাকাত , হজ, মালিক-শ্রমিক সম্পর্ক, ইলম (জ্ঞান), শিক্ষা ও নৈতিকতা। চতুর্থ অধ্যায় : আখলাক পাঠ শিরোনাম : আখলাকে হামিদাহ, ওয়াদা পালন, সত্যবাদিতা, শালীনতা , আমানত, মানবসেবা স্বদেশপ্রেম , কর্তব্যপরায়ণতা, আখলাকে যামিমাহ , প্রতারণা, গিবত, সুদ ও ঘুষ। পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত পাঠ শিরোনাম : মহানবী (সা) এর জন্ম ও শৈশব, মহানবী (সা) এর নবুয়তপ্রাপ্তি ও ইসলাম প্রচার হযরত মুহম্মদ (সা) এর মাদানি জীবন, হযরত মুহম্মদ (সা) এর মক্কা বিজয় ও বিদায় হজ হযরত আবু বকর (রা) , হযরত ওমর (রা), হযরত আলী (রা), ইমাম আবু হানিফা (র), জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান : চিকিৎসাশাস্ত্র, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র।
×