ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনে নাসিরের অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ মে ২০১৮

জুনে নাসিরের অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ অলরাউন্ডার নাসির হোসেনের অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত হয়ে গেছে। ৫ জুন নাসিরের অস্ত্রোপচার হতে পারে। ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল নাসিরের। এপ্রিলে লিগামেন্ট ছিঁড়েছে। দুই মাসের মাথায় গিয়ে অস্ত্রোপচার হবে নাসিরের। বিসিবি সূত্রেই এমনটি জানা গেছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ নিয়ে জানিয়েছেন, ‘আগামী ৫ জুন নাসিরের অস্ত্রোপচারের সিডিউল নেয়া আছে। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া যাবে নাসির।’ সঙ্গে যোগ করেন, ‘এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে অন্তত ছয় মাস সময় লাগে। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে ফিরতে ছয় মাস লেগে যাবে।’ এপ্রিলে যখন নাসিরের লিগামেন্ট ছিঁড়ে যায় তখন অস্ত্রোপচার দ্রুতই হবে, এমন শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সময় আসল দুই মাস পর। সবকিছু ঠিক থাকলে আজই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাসিরের। ৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগ (ডিপিএল) শেষ করে ছুটিতে যান নাসির। ছুটিতে থাকাকালীন সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে যান। ৮ এপ্রিল বন্ধুর বিয়েতে শখের বসে ফুটবল খেলতে নামেন নাসির। আর তাতেই বিপত্তি। খেলার এক পর্যায়ে মাঠে পড়ে গিয়ে ডান পায়ের হাঁটুতে আঘাত পান। সিরাজগঞ্জে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা ফিরেই বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে দেখান নাসির। তার পরামর্শ অনুযায়ী এম আর আই করলে হাঁটুতে চিড় ধরা পড়ে নাসিরের। এরপর তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় বিসিবি। কিন্তু ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট মিলছিল না। শেষ পর্যন্ত মিলে যায়। ৫ জুন অস্ত্রোপচারও হবে। অস্ত্রোপচারের পর নাসির ছয় মাস প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না। তার মানে বছরজুড়েই নাসির মাঠের বাইরে থাকবেন। দেবাশীষ এপ্রিলেই জানান, ‘মাঠে ফিরতে কমপক্ষে ছয় মাস লাগবে। সেটি অস্ত্রোপচার হওয়ার পর। অস্ত্রোপচার এখন কত দ্রুত হয়, সেটির ওপর নির্ভর করছে। এই মাস যদি চলে যায় তাহলে অক্টোবরের আগে ফিরতে পারছেন না নাসির। তা নিশ্চিত। তাছাড়া ফিরলেই হবে না। পুরোদমে ফিরতে হবে। ছয় মাসের যে সময় তারপর মাঠে পুরোপুরি ফিরতেও কিছুদিন সময় লাগবে।’ তাতেই বোঝা গিয়েছিল, এ বছর মাঠের বাইরেই থাকতে হতে পারে নাসিরের। এমন ইনজুরি এর আগে ক্রিকেটারদের মধ্যে শুধু মাশরাফি বিন মর্তুজার হয়েছিল। মাশরাফির মাঠে ফিরতে প্রায় সাতমাস লেগেছিল। নাসির এখন কতদিনে ফেরেন সেটিই দেখার বিষয়। কি সুন্দর খেলছিলেন। ঢাকা লীগের শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করান। সামনে জাতীয় দলেও হয়তো খেলার সুযোগ ছিল। এমন সময় একটি ভুলে বছরজুড়েই যেন মাঠের বাইরে থাকার চিন্তায় পড়ে গেলেন নাসির। এখন তো ৫ জুন অস্ত্রোপচার হওয়া মানে বছরজুড়ে মাঠের বাইরে থাকা নিশ্চিতই হয়ে গেল।
×