ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সহকর্মীকে সুদর্শন বলায়...

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ মে ২০১৮

 সহকর্মীকে সুদর্শন বলায়...

সংবাদ পরিবেশনকালে পুরুষ সহকর্মীকে সুদর্শন বলায় চাকরি খোয়ালেন কুয়েতের উপস্থাপিকা বাসিমা আল-শাম্মার। দেশটির সরকারী টেলিভিশনে সম্প্র্রতি সংবাদ উপস্থাপনের সময় এ ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, ওই নারী সংবাদ উপস্থাপিকার এমন মন্তব্য কুয়েতের একজন পার্লামেন্ট সদস্যের নজরে আসে। এ নিয়ে তিনি অভিযোগ তুলে টুইট করেন। আরবি ভাষায় সংবাদ পরিবেশন করার সময় পৌর নির্বাচনের সর্বশেষ খবর জানাতে উপস্থাপিকা বাসিমা সরাসরি কথা বলতে যাচ্ছিলেন মাঠে থাকা প্রতিবেদক নওয়াফ আল-শিরাকির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সরাসরি সম্প্র্রচার শুরুর মুহূর্তে মাঠে থাকা প্রতিবেদক নওয়াফ নিজের মাথার পাগড়ি ঠিক করে নিচ্ছিলেন। এমন সময় বাসিমা ওই প্রতিবেদকের উদ্দেশে বলেন, ‘আপনার পাগড়ি ঠিক করার প্রয়োজন নেই নওয়াফ, আপনি দেখতে এমনিতেই সুদর্শন। তবে এ কথার কোন জবাব দেননি নওয়াফ, সম্ভবত তিনি ওই কথা শুনতে পাননি। এই ঘটনার ছোট একটি ভিডিও ক্লিপ অনলাইনে ছড়ালে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কেউ কেউ বিষয়টিকে কথার ভুল হিসেবে উল্লেখ করেন। তবে কুয়েতের পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আল-হেইফ টুইটে লেখেন, ‘রাষ্ট্রীয় টেলিভিশনে এই ধরনের কথার ভুল সহ্য করা উচিত হবে না।’ এই ঘটনায় তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সাংবাদিক বাসিমা আল-শাম্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সংবাদ পাঠিকা বাসিমা আল-শাম্মা বলেন, যখন আপনি কাউকে পোশাক ঠিক করতে দেখেন, স্বভাবতই আপনি বলতে পারেন যে আপনি দেখতে সুন্দর অথবা সুদর্শন। একইভাবে আমি তাকে বলেছিলাম, আপনার পাগড়ি ঠিক করার প্রয়োজন নেই। এর মানে হচ্ছে, আপনি ঠিক আছেন, দেখতে ভাল লাগছে, আপনার অবস্থান ঠিক আছে এবং আমরা আপনার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদক নওয়াফ আল-শিরাকি বলেন, অনএয়ারে আসার আগ মুহূর্তে আমার মাইক্রোফোন ও হেডসেট ঠিক করা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। ফলে বাসিমা আল-শাম্মার কথা আমি শুনতে পাইনি। তবে তিনি তার এই নারী সহকর্মীর পেশাদারির প্রশংসা করেন। -খালিজ টাইমস অবলম্বনে।
×