ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুপুরী শিয়ালকোলে উন্নয়নের ছোঁয়া

প্রকাশিত: ০৪:৫১, ২৬ মে ২০১৮

মৃত্যুপুরী শিয়ালকোলে উন্নয়নের ছোঁয়া

বদলে যাচ্ছে শিয়ালকোলের চালচিত্র। শিয়ালকোল সিরাজগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের নাম। এক সময়ের মৃত্যুপূরী হিসেবে পরিচিত শিয়ালকোল এখন বহুমাত্রিক উন্নয়নের চারণভূমি। উন্নয়ন অগ্রযাত্রায় বহুধাপ এগিয়েছে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নামে শিয়ালকোলে দেশের সর্বাধুনিক সরকারী মেডিক্যাল কলেজ ও ৫শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। সড়ক মহাসড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজও শীঘ্রই এই শিয়ালকোলে শুরু হবে। স্থাপিত হয়েছে জেলা পরিষদ, সার্কিট হাউস, বিসিক শিল্পপার্ক, সরকারী হাঁস-মুরগির খামার, বৃহত্তম সুতাকল, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান। নির্মাণাধীন চার লেন সড়কও শিয়ালকোলের বুক চিরে উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে। শিয়ালকোলে গড়ে ওঠেছে আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কুল কলেজ। মুক্তিযুদ্ধেও এই শিয়ালকোলের অসামান্য অবদান রয়েছে। এ এলাকায় জন্মগ্রহণ করেছেন তৎকালীন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ। স্বাধীনতা যুদ্ধকালে পাকি সেনাদের সাহায্যকারী রাজাকারের শিরোমনি মজিববর যেমন জন্মেছেন। তেমনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানকারী মুক্তিযোদ্ধা দলিলুর রহমান দুলাল ও আব্দুল হামিদ এই ইউনিয়নেরই বাসিন্দা। সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না’র বাড়িও এ ইউনিয়নে। সিরাজগঞ্জ শহর সংলগ্ন শিয়ালকোল ইউনিয়নের অবস্থান। প্রমত্তা যমুনার ভাঙ্গন থেকে নিরাপদ দূরত্বে থাকার কারণে এখানে বহুমাত্রিক উন্নয়নের ছোয়া লেগেছে। এক সময় সিরাজগঞ্জ শহরের মানুষের কাছে শিয়ালকোল ছিল দূর-অনেক দূরের প্রত্যন্ত একটি গ্রাম। ঝাড় জঙ্গলে ভরা এই এলাকায় শেয়ালেরও উপদ্রুপ ছিল। শেয়ালের নিরাপদ আবাসনের কারণে এ এলাকার নাম শিয়ালকোল হয়েছে কিনা তা কেউ বলতে পারে না। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে এ এলাকা যে মৃত্যুপূরী ছিল তা সবাই জানে। দিনে দুপুরে হত্যাকা- সংঘটিত হয়েছে। কোনটা রাজনৈতিক, আবার কোন হত্যাকা- ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতাবশত। যে কোন কারণেই হত্যাকা- হোক না কেন তার কোন কুল কিনারা উদঘাটিত হয়নি। আবার তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতারও করা যায়নি। দিনে দুপুরে ছিনতাই, ডাকাতি নিত্যদিনের ঘটনা ছিল। আটখোলা ছিল। সাপ্তাহিক হাট বাজার ছাড়া কোন দোকান পাট, ব্যবসা বাণিজ্য ছিল না। সরকারের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মী বাহিনীর আনাগোনাও ছিল সবচেয়ে বেশি। সব মিলিয়ে শিয়ালকোল একটি ভীতিকর এলাকা হিসেবে পরিচিত হয়ে ওঠে। সেই শিয়ালকোল এখন বহুমাত্রিক উন্নয়নের মহাসড়কে উঠেছে। উন্নয়নের পুরোধা জাতীয় নেতা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নামে শিয়ালকোলে দেশের সর্বাধুনিক সরকারী মেড্যিাল কলেজ ও ৫শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করছেন। প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ এর মূল ভবন সমূহ নির্মাণ শেষ হবে বলে নির্মাণ কাজ বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম জানিয়েছেন। সড়ক মহাসড়কে দুর্ঘটনাজনিত রোগীদের দ্রুত চিকিৎসার জন্য ট্রমা হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজও শীঘ্রই এই শিয়ালকোলে শুরু হবে। স্থাপিত হয়েছে জেলা পরিষদ, সার্কিট হাউস, বিসিক শিল্পপার্ক, সরকারী হাঁস-মুরগির খামার, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান। দুটি বেসরকারী বৃহৎ শিল্প কারখানা এম এ মতিন কটন মিল ও সৈয়দ স্পিনিং মিলও এই শিয়ালকোলে স্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি থেকে সিরাজগঞ্জ শহর পেরিয়ে নলকায় উত্তরবঙ্গ মহাসড়কে মিলিত হচ্ছে। এটির নির্মাণ কাজ শেষ হলে শুধু শিয়ালকোল নয়, পুরো জেলার যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হবে। নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের অন্তর্ভুক্ত শিয়ালকোল ইউনিয়নের অবকাঠামোসহ অভ্যন্তরীণ সড়ক উন্নয়নে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির অবদানও স্বীকার করলেন এলাকার মানুষ। এ ইউনিয়নের একটি অংশ পৌরসভার অন্তর্ভুক্ত হবার দাবি করেছেন এলাকার মানুষ। -বাবু ইসলাম, সিরাজগঞ্জ থেকে
×