ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ইটের আঘাতে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ মে ২০১৮

সাতক্ষীরায় ইটের  আঘাতে শিশুর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে ইটের আঘাতে শিশু তৈয়বুর রহমান (১০) নিহত হয়েছে। শুক্রবার সকালে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত শিশু তৈয়বুর রহমান আশাশুনি উপজেলার পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড়ের ছেলে। জানা গেছে, পূর্ব নাকনা গ্রামের আব্দুল গণি পাড় ও আব্দুল খলিল পাড় দুই ভাইয়ের মধ্যে ঘরের চাল উঠানোকে কেন্দ্র কাে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খলিল ও তার দুই ছেলে মহাসিন ও ইয়াসিন একপর্যায়ে গণি পাড়কে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। তাদের ছোড়া একটি ইট ঘরের পাশে দাঁড়িয়ে থাকা গণি পাড়ের শিশু পুত্র তৈয়বুরের মাথায় লাগে। ইটের আঘাতে গুরুতর আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে সেখানকার ডাক্তাররা তাকে ঢাকা মেডিক্যালে নেয়ার পরামর্শ দেন। শুক্রবার সকালে শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
×