ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরুলের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৪:৪৮, ২৬ মে ২০১৮

নজরুলের চেতনা তরুণ প্রজন্মের  মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিতে হয়েছে। স্থানীয় প্রশাসনের আয়োজনে বক্তারা নজরুলের চেতনা প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লা ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি বিজড়িত কুমিল্লায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন তিনদিন ব্যাপী এ কর্মসূচী পালন করছে। সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএমসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এতে কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, নজরুলের জীবনভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার কুমিল্লার মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি ॥ গান, কবিতা আবৃতি, আলোচনাসভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদ্যাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী। খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি শুক্রবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা নজরুলের চিন্তাচেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকরা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম। জেলা শিল্পকলা একাডেমিরসহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এমএম সালাহ উদ্দিন ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শানে আলম। ঝালকাঠি ॥ জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, গবেষক ও শিক্ষক ড. কামরুন নেছা আজাদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান। ঝালকাঠির নজরুল একাডেমির নির্বাহী পরিচালক এসএম শাহজাহান বক্তব্য রাখেন। নীলফামারী ॥ নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল নয়টার দিকে জেলা শিশু একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস প্রমুখ। চুয়াডাঙ্গায় ॥ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নাজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা এবং নজরুলের নামফলকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। আটচালা ঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সৈয়দা নাফিজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
×