ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বেইলি সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:৪৬, ২৬ মে ২০১৮

নেত্রকোনায় বেইলি সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ মে ॥ জেলার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের আশারানী খালের ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙ্গে গেছে। এ কারণে দু’দিন ধরে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা সদরের সঙ্গে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জানা গেছে, ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের ওপর দিয়ে দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ এবং শত শত বালু ভর্তি ট্রাক, লরি, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে পার্শ^বর্তী দুর্গাপুর উপজেলারও অসংখ্য যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কলমাকান্দা থেকে নেত্রকোনাগামী একটি অতিরিক্ত চাল বোঝাই ট্রাক আশারানী বেইলি সেতুতে ওঠলে সেতুটি ভেঙ্গে ট্রাকসহ নিচে দেবে যায়। এর ফলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি বিধ্বস্ত হওয়ার পর সড়কের দুই পাশে দীর্ঘ জায়গা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে সড়কের নিয়মিত যাত্রীদের। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, ‘এ সড়কের ঝুঁকিপূর্ণ সেতুগুলোর ওপর দিয়ে পাঁচ মেট্রিক টনের বেশি পণ্য পরিবহন করা নিষেধ থাকলেও তা কেউ মানছে না। প্রতিদিন ২০ থেকে ৩০ মেট্রিক টন পণ্য ভর্তি ট্রাক চলাচল করছে। আর এ কারণেই প্রায় সময় এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তিনি জানান, ভাঙ্গা সেতুটি মেরামতের চেষ্টা চলছে। আশা করা যায় দু-একদিনের মধ্যেই মেরামত করা সম্ভব হবে’। জানা গেছে, শুধু আশারানী খাল বা গুমাই নদীর সেতু দু’টিই নয়, ওই সড়কের মোট ৯টি বেইলি সেতু এখন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আশারানী এবং তা থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত গোমাই নদীর সেতু দু’টি বহুবার ভেঙ্গেছে। সওজ বিভাগ জোড়াতালি দিয়ে কোন রকমে সেতুগুলো সচল রাখার চেষ্টা করে যাচ্ছে।
×