ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত তিন ॥ আহত পাঁচ

প্রকাশিত: ০৪:৪৫, ২৬ মে ২০১৮

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত তিন ॥  আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা,সীতাকুন্ড, চট্টগ্রাম, ২৫ মে ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী এক নারী ও পিকআপ চালকসহ ৩জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার সকাল ও বিকেলে উপজেলার পৃথক পৃথক স্থানে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন খুলনা জেলার আগরঘাটা থানার রামমোহন এলাকার রুস্তম পালোয়ানের পুত্র পিকআপ চালক মোঃ খোকন (৩৫) ও রাউজান উপজেলার গহিরা এলাকার রুহুল আমিনের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৪০) এবং মিরশরাই উপজেলার কমলদহ ইছামতি (মাইজগ্রাম) এলাকার আবু বক্করের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সকাল ৭টায় মহাসড়কের গুল আহাম্মদ জুট মিল গেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাককে পেছন থেকে একমুখী মালবাহী একটি পিকআপ সজোর ধাক্কা দেয়। এতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই খোকন ও আরিফুল ইসলাম নিহত হয়। গুরুতর আহত হন ট্রাক চালক ও তার সহকারী। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীর সহযোগিতায় নিহত দু’জনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান কুমিরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ আলম। অপরদিকে বিকেল সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ নতুন বাস স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় একইমুখী একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে বাসযাত্রী নুরজাহান বেগম, হেলাল হোসেন, মাহবুব ও সুমন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আহত অপর তিন বাসযাত্রীকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। ভালুকায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সীডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে ঢাকাগামী অজ্ঞাত কভার্ডভ্যান চাপায় আব্দুল আউয়াল (৬৫) নামে এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের আব্দুল আউয়াল ঘটনার সময় সীডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
×