ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি কমিশন ড. ওয়াজেদ মিয়ার স্মরণসভা

প্রকাশিত: ০৪:৪৫, ২৬ মে ২০১৮

পরমাণু শক্তি কমিশন ড.  ওয়াজেদ মিয়ার স্মরণসভা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ডঃ নঈম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক। অনুষ্ঠানে মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনীর উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন কমিশনের বৈজ্ঞানিক তথ্য বিভাগের পরিচালক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে মরহুম ড. এম এ. ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করতে গিয়ে প্রধান অতিথি স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী। -বিজ্ঞপ্তি
×