ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শহরের আসক্তরা ছুটছে গ্রামে

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ মে ২০১৮

শহরের আসক্তরা  ছুটছে গ্রামে

মামুন-অর-রশিদ, রাজশাহী থেকে জানান, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরেও থেমে নেই মাদকের কারবার। নির্ধারিত পয়েন্ট ছেড়ে মাদক ব্যবসায়ীরা আস্তানা গেড়েছে নতুন নতুন স্পটে। মাদকের খুচরা কেনাবেচা এখন চলছে গ্রামে গ্রামে। শহরের চেয়ে গ্রামে বেশি নিরাপদ ভেবে নতুন কৌশলে মাদকের কেনাবেচা হচ্ছে। এ ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে এখন বেশি কেনাবেচা হচ্ছে বিভিন্ন ধরনের মাদক। তুলনামূলকভাবে শহরে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে বেশি সক্রিয় থাকায় গ্রামের নতুন স্পট বেছে নিয়েছে মাদক বিক্রেতারা। কৌশল পরিবর্তন করে মাদক কারবার চালাচ্ছেন অনেকেই। বিশেষ করে শহরের মাদক বিক্রেতারা গ্রামে গ্রামে আশ্রয় নিয়ে ব্যবসার ধরন পরিবর্তন করে মাদক তুলে দিচ্ছে আসক্তদের হাতে। অভিযান শুরুর পর গ্রেফতার এড়াতে শহর ছেড়ে গ্রামে আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নেয় তারা। মোবাইল ফোনের মাধ্যমে আসক্তদের গ্রামে ডেকে নিয়ে মাদক কেনা বেচা করছে বিক্রেতারা বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর চোখ গ্রামেও রয়েছে। গ্রামে গ্রামেও অভিযান জোরদার করা হয়েছে। এদিকে অভিযানের কারণে সব ধরনের মাদকের দামও বেড়ে গেছে। ৮০ থেকে ১০০ টাকার প্রতিটি ইয়াবা এখন আসক্তদের কিনতে হচ্ছে দেড় থেকে দুই শ’ টাকায়। এছাড়া হেরোইন, ফেনসিডিল, গাঁজাও কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। রাজশাহী জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, মাদক বিক্রেতাদের হালনাগাদ তালিকা হয়েছে। সে তালিকা অনুযায়ী সারাদেশে মাদকবিরোধী অভিযান চলছে।
×