ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৪:২৭, ২৬ মে ২০১৮

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার ৮ রমজান। দ্বিতীয় জুমাবার। রমজানে দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ভিড় ছিল উপচেপড়া। শুধু রাজধানী ঢাকা নয় সরাদেশে মসজিদগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে। মসজিদের ভেতরে, বারান্দায় স্থান সঙ্কুলান না হওয়ায় অসংখ্য মুসল্লি মসজিদের ছাদ, রাস্তায়. ছালা-চট-মাদুর-চাঁটাই বিছিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। জুমার নামাজে আজানের আগ থেকেই মসজিদে মসজিদে মুসল্লিদের উপস্থিতি শুরু হয়। নামাজের আগেই তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জুমার নামাজে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুৎবা পাঠ করেন খতিবরা। এছাড়া নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং আল্লাহ্র দরবারে গুনাহ থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শুক্রবারের জুমার নামাজ মুসল্লিদের কাছে অনেক গুরুত্ব বহন করে। আর তা যদি হয় রমজান মাসের জুমার নামাজ তাহলে এর তাৎপর্য বহু গুণ বেড়ে যায়। রমজান মাসে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত বেশি হওয়ায় মুসল্লিরা বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করে এই নামাজ। এজন্য রমজানের প্রত্যেকটা জুমার নামাজে রোজাদাররা আল্লাহ্র বিশেষ আনুকূল্য পাওয়ার জন্য মসজিদে ভিড় করে। শুক্রবার দেশের অধিকাংশ মসজিদগুলোতে এর ব্যতিক্রম হয়নি। ঢাকার বাইরে অন্য মহানগরী ও বড় শহরের কেন্দ্রীয় মসজিদগুলোতেও মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার জুমার নামাজের সময়র বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। আজানের আগ থেকে মসুল্লিরা বায়তুল মোকাররমে ভিড় করতে থাকে। এক পর্যায়ে মসজিদের গ-ি ছাড়িয়ে রাস্তায় চলে যায় নামাজের জামাত। দক্ষিণ গেটে মুসল্লিদের জামাত বঙ্গবন্ধু এ্যাভিনিউ পর্যন্ত ছড়িয়ে পড়ে। উত্তর গেটে পল্টনজুড়ে ছিল নামাজের জামাত। জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন তার জুমাপূর্ব বয়ানে মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন। রমজান বিষয়ে হাদিস উদ্ধৃত করে রমজানে ধৈর্য ও সহানুভূতির শিক্ষা গ্রহণ করতে তিনি মুসল্লিদের আহ্বান জানান। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছাড়াও ঢাকার অন্যান্য মসজিদে একই ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। গুলশান গাউছুল আজম মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের ছিল উপচেপড়া ভিড়। মিরপুরের একাধিক মসজিদগুলোতে একই ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। কাজীপাড়া, শেওড়াপাড়া মসজিদে মুসল্লিদের ভিড় ঠেলে তা মূল রাস্তায় চলে আসে। শেওড়াপাড়া মসজিদের সামনের রাস্তায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ছিল নামাজের জামাত। এছাড়াও ঢাকার মহাখালী মসজিদে গাউসুল আজম, গুলশান আজাদ মসজিদ, ধানম-ি সেন্ট্রাল মসজিদ, লালবাগ শাহী মসজিদ, সুপ্রীমকোর্ট জামে মসজিদ, সোবহানবাগ মসজিদ, এলিফ্যান্ট রোড মসজিদ, বনানী বাজার মসজিদ, মহাখালী বায়তুল মাহফুজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, মতিঝিল ওয়াপদা মসজিদ, কাওরান বাজার আম্বরশাহসহ রাজধানীর বিভিন্ন এলাকার জামে মসজিদে লাখো লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেন। রাজধানীর ঢাকার অধিকাংশ মসজিদের জুমার নামাজে ভিতরে স্থান সঙ্কুলান না হওয়ায় অসংখ্য মুসল্লি রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এসব মসজিদের নামাজের খুৎবায় রমজানের বিশেষ গুরুত্ব তুলে ধরে বয়ান করেন খতিবরা। এছাড়া নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এদিকে শুক্রবার ছিল ৮ রমজান। জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখ। বাংলার ষড়ঋতুর প্রথমটি গ্রীষ্ম। বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ-জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল। এ সময় মাঝে মাঝেই বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ স্বাভাবিক। কিন্তু এ বছর এখনও তাপপ্রবাহ আসেনি। বিশেষজ্ঞরা বলছেন এটি যেমন অস্বাভাবিক, তেমনি অস্বাভাবিক এ সময়ে এই পরিমাণ বৃষ্টি এবং প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়া। মাসজুড়ে কালবৈশাখী এবং ক্রমবর্ধমান সংখ্যায় বজ্রপাতও স্বাভাবিক নয়। তবে এই সময়ে অধিক বৃষ্টিপাত যেমন অস্বাভাবিক তেমনি রোজাদারদের যেন এই বৃষ্টিপাত স্বস্তি এনে দিচ্ছে।
×