ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈঠকের বিনিময়ে পোরেশেঙ্কোর কাছ থেকে অর্থ নেন ট্রাম্পের আইনজীবী

প্রকাশিত: ০৪:২৫, ২৬ মে ২০১৮

বৈঠকের বিনিময়ে  পোরেশেঙ্কোর  কাছ থেকে অর্থ নেন ট্রাম্পের আইনজীবী

ট্রাম্পের সঙ্গে বৈঠক করিয়ে দিতে পোরেশেঙ্কোর কাছ থেকে অর্থ নেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ইউক্রেনের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। জানা গেছে, কোহেনের জন্য চার লাখ ডলার নিয়েছিলেন।- বিবিসি। গত বছরের জুনে হোয়াইট হাউসে ওই বৈঠকটি হয়। ইউক্রেনের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, কোহেনকে অর্থ দেয়ার কারণ, ইউক্রেনে নিবন্ধিত লবিস্ট বা ওয়াশিংটনের ইউক্রেনের দূতাবাস থেকে ট্রাম্পের সঙ্গে পোরোশেঙ্কোর একটি ছবি তোলা ছাড়া আর বেশি কিছু ছিল না। কিন্তু পোরোশেঙ্কো চাচ্ছিলেন একটি পুরাদস্তুর ‘বৈঠক’। তিনি একটি পেছন দরজা খোলার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক আয়োজন করে দেয়ার জন্য কোহেনকে তখন চার লাখ ডলার দেয়া হয়। এই লেনদেনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানতেন, এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। কিয়েভের দ্বিতীয় আরেকটি সূত্রও একই বিবরণ দিয়েছে। তবে তার দাবি, কোহেনকে ছয় লাখ ডলার দেয়া হয়েছিল। এসব বক্তব্যের সমর্থনে মাইকেল কোহেনের আর্থিক হিসাবের কিছু তথ্য প্রমাণ বের করেছেন আরেকজন আইনজীবী মাইকেল এ্যাভেনাত্তি। তিনি বলেছেন, সন্দেহজনক লেনদেন হিসেবে কোহেনের ব্যাংক যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগকে যে হিসাব দিয়েছে, সেখানে দেখা গেছে যে ইউক্রেনের স্বার্থসংশ্লিষ্ট একটি খাত থেকে তিনি অর্থ পেয়েছেন। কোহেন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। ইউক্রেনে প্রেসিডেন্টের দফতর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসের কর্মসূচী তালিকা থেকে দেখা যায়, গত জুনে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ওয়াশিংটনে রওনা দেন, তখনও হোয়াইট হাউসের সিডিউলে তার জন্য কয়েক মিনিট সময় বরাদ্ধ ছিল। সে হিসেবে তার করমর্দন আর ছবি তোলার পাশাপাশি হালকা আলোচনার বাইরে কিছু করার সুযোগ ছিল না। ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, কিয়েভের কর্মকর্তারা খুবই ক্ষেপে গিয়েছিলেন। কারণ কোহেনের পেছনে হাজার হাজার ডলার ঢালছেন, কিন্তু তার বদলে যথেষ্ট পাননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ইউক্রেনের নাম আসায় ট্রাম্পের সঙ্গে পোরোশেঙ্কোর দেখা করারও দরকার ছিল।
×