ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানাডায় ভারতীয় রেস্তরাঁয় বোমা হামলা, আহত ১৫

প্রকাশিত: ০৪:২৪, ২৬ মে ২০১৮

কানাডায় ভারতীয়  রেস্তরাঁয় বোমা  হামলা, আহত ১৫

কানাডায় টরেন্টোর কাছের শহরে একটি ভারতীয় রেস্তোরাঁয় ঘরে তৈরি বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওন্টারিওর মিসিসাউগা শহরে বৃহ¯পতিবার রাত সাড়ে দশটার দিকে দুই ব্যক্তি বম্বে ভেল নামের ওই রেস্তোরাঁয় ঢুকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আহত ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য স¤পর্কেও কিছু জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে দুই সন্দেহভাজনের ছবি নিয়ে তা টুইটারে পোস্ট করেছে। দুইজনের মধ্যে একজনের বয়স ২০ এর কোঠায়। সে গাঢ় নীল জিনস এবং হুডি পরা ছিল। একটি কালো কাপড়ে তার মুখও ঢাকা ছিল। আর দ্বিতীয়জনের পরণে ছিল হালকা নীল জিন্স এবং ধূসর টি শার্ট। তার মাথা এবং মুখও হুডি আর কালো কাপড়ে ঢাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে এখন অনেক পুলিশ আছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম। এ হামলার এক মাস আগেই টরেন্টোয় গাড়ি নিয়ে আরেক হামলায় ১০ জন নিহতের ঘটনা ঘটেছিল।
×