ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৫

প্রকাশিত: ০০:৪০, ২৫ মে ২০১৮

সীতাকুন্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম) ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় বাসযাত্রী এক নারী ও প্রিকাপ চালকসহ ৩জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৫জন। গত শুক্রবার সকাল ও বিকালে উপজেলার পৃথক পৃথক স্থানে এ সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, খুলনা জেলার আগরঘাটা থানার রামমোহন এলাকার রুস্তম পালোয়ানের পুত্র প্রিকাপ চালক মো.খোকন (৩৫) ও রাউজান উপজেলার গহিরা এলাকার রুহুল আমিনের পুত্র মো.আরিফুল ইসলাম (৪০) এবং মিরশরাই উপজেলার কমলদহ ইছামতি (মাইজগ্রাম) এলাকার আবু বক্করের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সকাল ৭টায় মহাসড়কের গুল আহাম্মদ জুট মিল গেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহি একটি ট্রাককে পেছন থেকে একিমুখি মালবাহি একটি প্রিকাপ সজোর ধাক্কা দেয়। এতে ট্রাক ও প্রিকাপের সংঘর্ষে প্রিকাপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই খোকন ও আরিফুল ইসলাম নিহত হয়। এতে গুরুতর আহত হন ট্রাক চালক ও তার সহকারী। দূর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীর সহযোগিতায় নিহত দু’জনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান কুমিরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ আলম। অপরদিকে বিকাল সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ নতুন বাস ষ্টেশন এলাকায় চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহি বাস ওভারটেক করার সময় একিমুখি একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে বাসযাত্রী নুরজাহান বেগম,হেলাল হোসেন,মাহবুব ও সুমন গুরুতর আহত হয়। দূর্ঘটনার আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরজাহান বেগমকে মৃত ঘোষনা করেন। এছাড়া দূর্ঘটনায় আহত অপর তিন বাসযাত্রীকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
×