ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:৪৮, ২৫ মে ২০১৮

আইনী পরামর্শ

* আমি ইসলাম ধর্মমতে রেজিঃ কাবিননামা মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার একটি তিন বছরের কন্যা সন্তান আছে। কন্যা আমার সঙ্গে থাকে। বিভিন্ন কারণে মতের অমিল হওয়ায় স্বামীকে ডিভোর্স দেই। আমার এক আত্মীয়র সঙ্গে ভাল জানাশোনা আছে। তিনি বিদেশে থাকেন। তিনি আমাকে বিবাহ করতে চান। আমার কন্যাকে নিয়ে আমি বিদেশে নতুন সংসার শুরু করলে আমার এবং কন্যার কোন আইনগত সমস্যা সৃষ্টি করতে পারবে কি পূর্ববর্তী স্বামী? সে ক্ষেত্রে আমার কী করণীয়? উত্তর : স্বামীর সঙ্গে আইনসঙ্গতভাবে ডিভোর্স হয়ে গেলে দ্বিতীয় বিবাহে স্বামীর সঙ্গে তিন বছরের কন্যা নিয়ে ঘর সংসারে এই মুহূর্তে কোন বাধা নেই। যদি পূর্বের স্বামী ঐ সন্তানের পঁংঃড়ফু বা হেফাজত দাবি করে কোন মামলা করে এবং পূর্বের স্বামী এখনও পর্যন্ত অবিবাহিত থাকে, তাহলে উক্ত তিন বছরের কন্যার পঁংঃড়ফু নবংঃ ভৎরবহফ বা সর্বোত্তম বন্ধু হিসেবে সে পাবে, আর যদি পূর্ববর্তী স্বামী বিবাহিত হয়, সেক্ষেত্রে সাত বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে। যদি উক্ত কন্যার হেফাজত দাবি করে কোন মামলা হয় সেক্ষেত্রে সাত বছর উত্তীর্ণ হওয়ার পর পিতামাতা উভয়ই দেখাশোনা করতে পারবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর সে মাতা বা পিতা যার কাছে ইচ্ছা তার কাছে থাকতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
×