ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হকিতে সোনালী ব্যাংকের জয়

প্রকাশিত: ০৭:১০, ২৫ মে ২০১৮

হকিতে সোনালী ব্যাংকের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লীগে জয় কুড়িয়ে নিয়েছে সোনালী ব্যাংক ক্লাব। বৃহস্পতিবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেঢিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তারা ৩-১ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৩-৩ গোলে ড্র করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে। দিনের প্রথম ম্যাচে ১১ মিনিটে দেবাশীষ রায়ের গোলে লিড নেয় আজাদ (১-০)। ২২ মিনিটে রোহান সাব্বিরের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা (২-০)। এরপর ৩৭ মিনিটে পিসি থেকে মামুন হোসেন এক গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আজাদ। কিন্তু ৫১ মিনিটে ভিক্টোরিয়া পিসি থেকে এক গোল করলে ম্যাচে নাটকীয়তা আসে। গোলটি করেন হৃদয় (১-৩)। এরপর আর ব্যবধান বাড়াতে পারেনি আজাদ এসসি। উল্টো ৬১ মিনিটে যোগরাজ সিং এবং ৬৭ মিনিটে পুষ্পিন্দর সিংয়ের গোলে ম্যাচে সমতা আনে ভিক্টোরিয়া (৩-৩)। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এসসিকে ৩-১ গোলে হারায় সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের পক্ষে মারজান হোসেন, ইরফানুল হক এবং দ্বীন ইসলাম ইমন একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির একমাত্র গোলটি করেন সজীব হোসেন। বাজেট সঙ্কটে এনএসসি স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ২০১৮-১৯ জাতীয় বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বাজেট পাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফেডারেশনগুলোর চাহিদা অনুযায়ী অতিরিক্ত ১২০ কোটি টাকা চাইলেও সে অনুযায়ী অর্থ মিলবে না আসন্ন বাজেটে। আসন্ন জাতীয় বাজেটে ৩৯ ফেডারেশনের জন্য আকাশ কুসুম বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যার আকার ছিল মূল বাজেট থেকে ১২০ কোটি টাকা বেশি। এর মধ্যে এনএসসির অন্তর্ভুক্ত ৪৯ ফেডারেশন থেকে বাজেটের অর্থ চেয়ে চিঠি দিয়েছিল ৩৯ ফেডারেশন। বিসিবি, স্নুকার, মার্শাল আর্ট, সার্ফিংসহ ১০ ফেডারেশন তাদের বরাদ্দ চেয়ে তাদের বাজেট জমা দেয়নি। এদিকে বাড়ছে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য বাজেট। ১০ কোটি থেকে বেড়ে তা দাঁড়াবে ১৬ কোটিতে। গত অর্থবছরে ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ দেয়া হয়েছিল ১৪১ কোটি ৩০ লাখ টাকা। এবার তার সঙ্গে যোগ হবে আরও ২২ কোটি টাকা।
×