ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানে নতুন ঠিকানা ইনিয়েস্তার

প্রকাশিত: ০৭:০৯, ২৫ মে ২০১৮

জাপানে নতুন ঠিকানা ইনিয়েস্তার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণের ক্লাব বার্সিলোনা ছাড়ার পর নতুন ঠিকানা বেছে নিতে কালেক্ষেপণ করলেন না আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরোপা ছেড়ে এবার তিনি পাড়ি জমাচ্ছেন এশিয়ায়। তবে চীন নয়, জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে ইনিয়েস্তার যোগ দেয়ার খবর নিশ্চিত করা হয়। এর আগে ভিসেল কোবের সভাপতি হিরোশি মিকিতানির সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম টুইটারে শেয়ার করে ইনিয়েস্তা লিখেছেন, ‘আমার নতুন বাড়ির উদ্দেশ্যে বন্ধু হিরোশি মিকিতানির সঙ্গে।’ ক্লাব ভিসেল কোবের মালিক হিরোশি মিকিতানির সঙ্গে বার্সার প্রধান স্পন্সর রাকুটেনেরও কার্যনির্বাহী সভাপতি। বার্সিলোনা ফুটবল বোর্ড ও জেরার্ড পিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই সহজেই ইনিয়েস্তাকে নিজেদের ডেরায় ভেড়াতে পেরেছে জাপানিজ ক্লাবটি। চাইনিজ ক্লাব চংকিং দাংডডাই লিফানের সঙ্গেও কথা চলছিল ইনিয়েস্তার। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জাপানিজ ক্লাবই হলো ইনিয়েস্তার পরবর্তী গন্তব্য। শনিবার ক্লাব সমর্থকের মাঝে উপস্থাপন করা হবে এই লিজেন্ডকে। যদিও বার্সা থেকে বিদায় নিয়েছেন তবে বার্সার সঙ্গে তার করা লাইফটাইম চুক্তি ঠিকই থাকছে। নিশ্চিত করেছে বার্সিলোনা সভাপতি যোসেফ মারিয়া বার্টেমেউ। বার্সা সভাপতি বলেন, সাময়িক সময়ের জন্য সে ক্লাব ছাড়ছে। খুব দ্রুতই আবার এখানে আসবে। আমরা তার জন্য অপেক্ষা করব যতদিন না পর্যন্ত সে আবার এখানে আসে, কেননা আমরা জানি সে তার চুক্তির প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। ২২ বছর বার্সিলোনার জার্সিতে খেলার পরে এবার জাপানের জে-লীগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাকে দলে নিয়েছে ভিসেল কোবের মালিক। জাপানী এই ক্লাবের মালিক হিরোশি মিকিতানির সঙ্গে বেশ ভালই যোগাযোগ আছে বার্সার। বার্সিলোনার এ মৌসুমের স্পন্সর ‘রাকুতেন’র চীফ এক্সিকিউটিভ মিকিতানি। জাপানের এই ক্লাবটি এখনও পর্যন্ত লীগ চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই ইনিয়েস্তাকে নিয়ে সেই স্বপ্নপূরণ করতে চাইছে। চ্যাম্পিয়ন হওয়ার তাগিদে গত বছরই জার্মান ফরোয়ার্ড লুকাস পোডোলস্কিকে সই করিয়েছে ভিসেল কোবে। ইনিয়েস্তা ও পোডোলস্কি ঠিক মতো নিজেদের বোঝাপড়া গড়ে তুলতে পারলে সেটাই আশীর্বাদ হয়ে উঠতে পারে এই জাপানী ক্লাবটির জন্য। অথচ বার্সিলোনার সঙ্গে নাড়ির বন্ধন ইনিয়েস্তার। কিন্তু ২২ বছরের মায়াজাল ছিন্ন করেছেন তিনি। ২০ মে স্প্যানিশ লা লিগায় ২০১৭-১৮ মৌসুমের শেষ ম্যাচে কাতালানদের হয়ে শেষবারের মতো মাঠে নামেন স্প্যানিশ তারকা। ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে ন্যুক্যাম্পে বার্সিলোনা ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। ১৬ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে মোট ৬৭৪টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩২টি শিরোপা জিতে বিদায় নিয়েছেন ইনিয়েস্তা। এর মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লীগের চারটি ও লা লিগার নয়টি শিরোপা। বার্সা থেকে বিদায় নেয়ার সময় স্বাভাবিকভাবেই কেঁদেছেন ইনিয়েস্তা। বিদায় বেলায় বলেছেন, বার্সার দিনগুলো তিনি আজীবন হৃদয়ে রাখবেন।
×