ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সামনে দুটি বড় মিশন

প্রকাশিত: ০৭:০৮, ২৫ মে ২০১৮

বাংলাদেশের সামনে দুটি বড় মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ একটি নারী এশিয়া কাপ টি২০; আরেকটি টি২০ বিশ্বকাপ বাছাই; বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে এ দুটি বড় মিশন আসছে। ৩ জুন এশিয়া কাপ শুরু। ৭ জুলাই শুরু টি২০ বিশ্বকাপ বাছাই। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রথমদিনেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। হল্যান্ডে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের প্রথমদিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের আগে এশিয়া কাপ হওয়াতে বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধাই হচ্ছে। এশিয়া কাপে এবার বাংলাদেশ, ভারত, স্বাগতিক মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড খেলবে। ১০ জুন ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়াই করবে। যে দুই দল পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে তারাই ফাইনালে খেলবে। একটি দল ৫টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ দল ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পরেরদিন, ৪ জুন পাকিস্তানের মুখোমুখি হবে। একদিন বিরতি দিয়ে ৬ জুন ভারতের বিপক্ষে, পরেরদিন থাইল্যান্ডের বিপক্ষে ও ৯ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদি পয়েন্ট তালিকায় সেরা দুই দলের একটি হতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল তাহলে ফাইনালে খেলবে। না হলে বিদায় নেবে। এশিয়া কাপের মিশন শেষ হতেই টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলার জন্য প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। বাছাইপর্ব শুরু হবে ৭ জুলাই। শেষ হবে ১৪ জুলাই। আট দলের এ আসরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে আছে স্বাগতিক হল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। চারদলের গ্রুপে একটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আসরের প্রথমদিনেই পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়াই করার পরেরদিন স্বাগতিক হল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। সেমিফাইনালে জিতলে ফাইনালে খেলবে বাংলাদেশ। ফাইনালে খেললেই টি২০ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে। এবার নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। ২ থেকে ২৫ নবেম্বর আসর অনুষ্ঠিত হবে। ষষ্ঠবারের মতো হচ্ছে নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপ। এরমধ্যে দুইবারই ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করছে। গত আসরের চ্যাম্পিয়নও তারাই। এবারের আসরে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ১০ দলের টুর্নামেন্টে বাকি থাকে দুই দল। সেই দুই দল টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলে টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ খেলবে টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব। ফাইনালে ওঠার এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করারও সুযোগ ভালভাবেই রয়েছে বাংলাদেশের। টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুত করার সুযোগও পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। এশিয়া কাপ যে ঠিক বিশ্বকাপ বাছাইপর্বের আগেই হচ্ছে। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনটি টি২০ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে তাই দুটি বড় মিশন অপেক্ষা করছে। দেখা যাক, এখন দক্ষিণ আফ্রিকা সফরে নাস্তানাবুদ হওয়া বাংলাদেশ দল এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে কেমন করে। এশিয়া কাপে বাংলাদেশ তারিখ প্রতিপক্ষ ৩ জুন শ্রীলঙ্কা ৪ জুন পাকিস্তান ৬ জুন ভারত ৭ জুন থাইল্যান্ড ৯ জুন মালয়েশিয়া * কুয়ালালামপুরে টুর্নামেন্ট টি২০ বিশ্বকাপ বাছাই তারিখ প্রতিপক্ষ ৭ জুলাই পাপুয়া নিউগিনি ৮ জুলাই হল্যান্ড ১০ জুলাই আমিরাত * হল্যান্ডে হবে টুর্নামেন্ট
×