ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগেই পূর্ণ সুস্থ হওয়ার আশা, ডগলাস কোস্টার ইনজুরিতে নতুন করে চিন্তিত সেলেসাওরা

নেইমারের ফিটনেস নিয়ে স্বস্তি ব্রাজিল শিবিরে

প্রকাশিত: ০৭:০৫, ২৫ মে ২০১৮

নেইমারের ফিটনেস নিয়ে স্বস্তি ব্রাজিল শিবিরে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ব্রাজিলের প্রাণভোমরা নেইমারও পরিপূর্ণ সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলের সেরা তারকাকে মাঠে পেতে আশাবাদী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়রা। বিশ্বকাপ উপলক্ষে রিও ডি জেনিরোর অদূরে শুরু হওয়া ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে ফিরেছেন নেইমার। ইনজুরি কাটিয়ে তার ফিরে আসা পুরো দলকে দারুণ উজ্জীবিত করে তুলেছে। ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের এই ফরোয়ার্ড ফেব্রুয়ারিতে লীগ ওয়ানের ম্যাচে পায়ের ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে ব্রাজিলে ফিরে এসে তার ডান পায়ের অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে রিও ডি জেরিনোর বাইরে টেরেসপোলিসে গ্রানজা কোমারে অনুশীলন গ্রাউন্ডে পুরো দলের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেছেন নেইমার। তার সঙ্গে অনুশীলনে আরও ছিলেন ম্যানচেস্টার সিটির দুই তারকা গ্যাব্রিয়েল জেসুস ও ডানিলো। এর আগে অনুশীলন শুরুর আগে মেডিক্যাল পরীক্ষায় তাকে সবুজ সঙ্কেত দেয়া হয়। নেইমারের এত দ্রুত ফিরে আসা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিলের ট্রেনার ফেবিও মাহসেরেজিয়ান। তিনি মনে করছেন, প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে এই ফরোয়ার্ডের। তিনি এ প্রসঙ্গে বলেন, নেইমার প্রতিদিন অনুশীলন করছে, আর তার অগ্রগতি প্রত্যাশার চেয়েও বেশি। যতটা সময় লাগবে বলে আমরা ভেবেছিলাম, তার আগেই সে পুরোপুরি সুস্থ মাঠে নামার জন্য। গত মার্চেই অবশ্য নিশ্চিত হওয়া গিয়েছিল যে বেশ ভালভাবেই নিজের পূর্বের অবস্থানে ফিরছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার বলেছিলেন, ধীরে ধীরে ও তার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। বিশ্বকাপের জন্য তার পরবর্তী ধাপ হচ্ছে পুরো দলের একত্রে অনুশীলন আর তারপর মাঠে নামা। তার সুবিধার জন্যই এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। লাসমারও আশাবাদী নেইমারকে নিয়ে। তিনি বলেন, নেইমার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন। সে ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফিরছে। পরবর্তী পদক্ষেপ হবে দলের সঙ্গে অনুশীলন এবং ম্যাচ খেলা। তাকে স্বাভাবিক করতেই সবকিছু করা হচ্ছে। রিও ডি জেনিরোয় পাহাড়ের ওপরে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। রিও থেকে ৮০০ মিটার উঁচুতে অবস্থিত গ্রাঞ্জা অনুশীলন কেন্দ্রে তাঁবু খাটিয়েছেন তিতের শিষ্যরা। খেলোয়াড়দের যাতায়াতের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। একদিকে নেইমারের সুস্থতা নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তি, এরই মাঝে আরেকটি দুঃসংবাদ এসেছে দলটিতে। শেষ মুহূর্তে এসে ইনজুরিতে পড়েছেন উইংগার ডগলাস কোস্টা। তবে ইনজুরি খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন দলের ফিজিও। বুধবার অনুশীলনের সময় কোস্টার উরুর পেশিতে টান পড়ে। তারপরই তিনি অনুশীলন বন্ধ করে দেন। যদিও পরীক্ষার পরে জানা যায় চোট তেমন গুরুতর নয়। তারপরও ভয়ে আছে ব্রাজিল শিবির। দলের চিকিৎসক লাসমার এ প্রসঙ্গে বলেন, কোস্টার পেশির ইনজুরির পরীক্ষা করেছি আমরা। কয়েকদিন বিশ্রাম নিলে আশাকরি ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়তো সে মিস করতে পারে। কিন্তু বিশ্বকাপের আগেই আশাকরি সুস্থ হয়ে উঠবে। আগে থেকেই ছোটখাট ইনজুরিতে ভুগছিলেন কোস্টা। গত সপ্তাহে ইতালিয়ান লীগে জুভেন্টাসের ম্যাচ ছিল ভেরোনার বিপক্ষে। ২-১ গোলে জেতা ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান। যে কারণে গত সপ্তাহের শেষ পর্যন্ত কোন অনুশীলন করেননি তিনি। কোস্টার নতুন ইনজুরি ভাবাচ্ছে ব্রাজিলকে। তবে তার বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী লাসমার। বিশ্বকাপের মূলপর্বে খেললেও জুনের শুরুতে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। এদিকে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিভাল্ডো আবারও বলেছেন ব্যালন ডি’অর ও চ্যাম্পিয়ন্স লীগ জিততে হলে নেইমারকে পিএসজি ছাড়তে হবে। সাক্ষাতকারে তিনি বলেন, আমি মনে করি এটা রিয়াল মাদ্রিদেই সম্ভব। অথবা ইংল্যান্ডের শীর্ষ সারির কোন ক্লাবে খেললে তারজন্য ব্যালন ডি’অর জয় করার সুযোগ আরও বাড়বে। আমি এখানে কোন দলকে খাটো করছি না। কিন্তু আমরা জানি ফরাসী লীগ স্প্যানিশ কিংবা ইংলিশ লীগের মতো নয়। এই লীগগুলো আরও বেশি কঠিন। এ কারণেই আমার মনে হয় নেইমারকে চ্যাম্পিয়ন্স লীগ জিততে হলে অন্য ক্লাবে যেতে হবে, আর এই টুর্নামেন্ট জিতলে তারজন্য বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সুযোগও বেড়ে যাবে।
×