ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে এগিয়ে রাখছেন সৌম্যও

প্রকাশিত: ০৭:০৪, ২৫ মে ২০১৮

বাংলাদেশকে এগিয়ে রাখছেন সৌম্যও

স্পোর্টস রিপোর্টার ॥ আর কয়েকটা দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ। এখন শেষ মুহূর্তের অনুশীলন চলছে। ফিটনেস ট্রেইনিং শেষে এখন চলছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন। ২৯ মে ভারতের দেরাদুনে উড়াল দেবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। খেলা যে দেরাদুনে। দুই দলের মধ্যকার ৩, ৫ ও ৭ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজে আর সবার মতো বাংলাদেশকে এগিয়ে রাখছেন ওপেনার সৌম্য সরকারও। বৃহস্পতিবার সৌম্য বলেছেন, ‘আমাদের সেরাটা দিতে পারলে আমরাই ফেভারে থাকব।’ সঙ্গে চলমান অনুশীলন নিয়ে বলেছেন, ‘সবমিলিয়ে এখনও পর্যন্ত ভাল অনুশীলন করছি। মুস্তাফিজ আর সাকিব ভাই বাদে আমরা যারা আছি, সবাই সবার কঠোর পরিশ্রম করছে। যার যেখানে ঘাটতি আছে তা নিয়ে কাজ করছে। তার আগে ফিটনেস ক্যাম্পও করলাম।’ সৌম্য সরকার বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন। টেস্ট দল থেকেও বাদ পড়েছেন। ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন। টিকে আছেন শুধু টি২০তে। তাও নিজেকে মেলে ধরতে পারছেন না। আর তাই বারবার সৌম্যের ব্যাটিং অর্ডারে আসছে পরিবর্তন। নিদাহাস ট্রফিতেই যেমন শুরুতে ওপেনিংয়ে খেলার পর ব্যর্থ হন। এরপর কখনও মিডলঅর্ডারে, কখনও চার নম্বর ব্যাটিং পজিশনে, কখনও পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে খেলতে হয় সৌম্যকে। এরপরও সৌম্য ব্যর্থতা থেকে বের হতে পারেননি। আর তাই যখন আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে সৌম্যকে রাখা হয়, নির্বাচকদের সামনে প্রশ্ন ছোড়া হয়; সৌম্য কেন দলে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলেছিলেন, ‘টি২০তে আমরা যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, তার কথাটা সবার আগে চলে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। ওরা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল।’ সৌম্যের ওপর ভরসা করেই রাখা হয়েছে। সৌম্যকে এখন সেই প্রতিদান দিতে হবে। সৌম্য কী পারবেন প্রতিদান দিতে? ধারাবাহিকতা হওয়া নিয়ে সৌম্য জানান, ‘সবাই চায় ভাল করার জন্য। প্রত্যেকদিনই তো ভাল করা যায় না। প্রত্যেকদিন ভাল করলে চাওয়া-পাওয়ার শক্তিটা কমে যায়। যেহেতু খারাপ সময় দিয়ে যাচ্ছি ওখান থেকে কে কতটা কঠোর পরিশ্রম করে এগোতে পারি, ওটাই চিন্তা করি। আমি চেষ্টা করি আমার জায়গায় আমার খেলার। ভাল খেলারই চেষ্টা করি, তারমধ্যে খারাপ ভাল মিলিয়ে হয়ে যায়।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সৌম্যের নিজের একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চান তিনি, ‘তিনটা খেলা আছে। প্রথম হচ্ছে নিজের একটা লক্ষ্য থাকে ভাল খেলার। আমারও একটা লক্ষ্য আছে।’ সঙ্গে প্রত্যাশা নিয়ে জানান, ‘নিজের কাছে চাওয়া থাকে একটা খেলার শুরু থেকে এ রকম খেলব, শুরুটা ভাল হলে লক্ষ্যটা ইজি হয়ে যায়। শুরুটা ভাল করার চেষ্টা করি।’ সৌম্য কখনই ছোট্ট পরিকল্পনায় এগিয়ে যেতে রাজি নন। তিনি সবসময়ই বড় পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা ক্রিকেট ক্যারিয়ারে যদিও খুব কম সময়ই মিলেছে। ওয়ানডেতে ৩২ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৫০ উর্ধ রান সাত বার করেছেন। টেস্টে ১০ ম্যাচে ১৯ ইনিংস খেলে চারবার ৫০ উর্ধ রান করেছেন। টি২০তে ৩৩ ম্যাচ খেলে ৫০ উর্ধ রান মাত্র একটি ম্যাচে আছে। এবার সৌম্যের কাছ থেকে বড় কিছুর আশা করা হচ্ছে। সৌম্য কী ভাবছেন? তিনি জানান, ‘একটা প্ল্যান থাকে। যদি ছোট প্ল্যান করি, তাহলে তো সফল হওয়ার চান্স কম। অবশ্যই বড় প্ল্যান থাকে। যখন পারি নিজের ভেতর খুশি হই যে আমার মতো পেরেছি।’ সৌম্য এ বছর ফেব্রুয়ারিতে সর্বশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। এরপর আর তা করতে পারেননি। স্বাভাবিকভাবেই ব্যর্থ হচ্ছেন। তাতে সমালোচনাও হচ্ছে। সৌম্য এ নিয়ে বলেন, ‘শেষ কয়েক ম্যাচ তো ভাল করিনি। নিজের কাছে তাগিদ থাকে ভাল করার। তারপর মানুষের কথা শুনলে মনে হয় আসলেই খারাপ খেলছি। যত কথা শুনি তত মনে পড়ে। চেষ্টা করি এসব না শুনে অনুশীলনে জোর দিতে।’ নিদাহাস ট্রফিতে ব্যাটিং অর্ডার বারবার পরিবর্তন নিয়েও সৌম্য মুখ খুলেন। তিনি জানান, ‘এটা তো অবশ্যই খেললে তো সব জায়গায় খেলতে হবে। দল যদি মনে করে পাঁচ নম্বরে ব্যাট করতে হবে তাহলে সেখানেই করতে হবে। এখানে পারফর্ম করতে হবে, রান করতে হবে। রান করলে আমার নিজের কাছে ভাল লাগবে। যেটা চলে গেছে তা নিয়ে চিন্তা করলে নিজের কাছেই পিছিয়ে যাব। এখনও সামনে যে আগামী হোম সিরিজ আছে ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে।’ সৌম্য তা নিয়েই চিন্তা করছেন। নিজের এগিয়ে যাওয়ার, ভাল কিছু এবার করার প্রত্যয় রয়েছে। সঙ্গে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সৌম্যও।
×