ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ মে ২০১৮

বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ মে ॥ গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের জনৈক তপন চন্দ্রের বাড়ি থেকে বৃহস্পতিবার একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ নিয়ে গত একমাসে ওই এলাকা থেকে ৩টি মূর্তি উদ্ধার করা হলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ উপজেলার রাজাবিরাট গ্রামে তপন চন্দ্রের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে একটি গোপন স্থানে লুকানো অবস্থায় প্রাচীন আমলের ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ। কালো পাথরের এ মূর্তিটির ওজন প্রায় ২৫ কেজি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, জানান গোপন সংবাদের ভিত্তিতে তপনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি কালো পাথর না কষ্টিপাথরের তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ২২ মাদকসেবীর দণ্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ৪৫ হাজার লিটার দেশী মদ ধ্বংস করেছে র‌্যাব। এছাড়া মাদকসেবন ও বিক্রির দায়ে ২২ মাদকসেবী এবং ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে। বুধবার রাতে রাজশাহী মহানগরীর গুড়িপাড়া ও জেলার চারঘাট উপজেলায় এই অভিযান চালায় র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। অভিযানে ৪৫ হাজার লিটার দেশী মদ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মদ প্রস্তুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জনকে এক বছর করে কারাদ- দেয়া হয়।
×