ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ মে ২০১৮

ঈশ্বরদীতে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার ভোরে পুলিশ শহরের তুথফার্ম এলাকা থেকে ইয়াবা বিক্রেতা দুলালকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে। সে মাহাতাব কলোনির মৃত আঃ মান্নান শেখের ছেলে। পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ী দুলাল তার সঙ্গীদের নিয়ে ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তুথফার্ম এলাকায় অবস্থান নেয়। এ সময় দুলাল গং-এর সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করলে তিন পুলিশ কনস্টেবল আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশও ৮/১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুলাল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনার পরই বৃহস্পতিবার ভোর রাতে আহতদের ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে সকালে দুলালকে পাবনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। পিরোজপুর নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়া থানা পুলিশ পৌর শহরেরর সবুজনগর এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ নয়ন মৃধা (২৩) নামের এক মাদক বিক্রেতাকে আটক করার সময় ধস্তাধস্তিতে দুই পুলিশ আহত হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিক্রেতাকে আটকের সময় এএসআই আবুল হাসান ও পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা আহত হয়। আহত পুলিশ সদস্য গোলাম মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং এএসআই আবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
×