ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন কেসিসি মেয়রপাত্রী

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ মে ২০১৮

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন কেসিসি মেয়রপাত্রী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন্নাহার। আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় তিনি এমপি নির্বাচিত হচ্ছেন। তিনি খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার দফতরে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের কাছে তিনি মনোনয়ন দাখিল করেন। এসময় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, প্যানেল মেয়র আব্দুল বাকি তালুকদার, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী তালুকদার রিনা সুলতানাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আসনের সংসদ সদস্য ছিলেন তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হলে গত ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রীকে। এর আগে গত মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন অফিস থেকে সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ ম-লের কাছ থেকে হাবিবুন্নাহারের পক্ষে মনোনয়নপত্র কেনেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। গত সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সর্বসম্মতক্রমে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপ-নির্বাচনে তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সূচী অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২৭ মে বাছাই এবং ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২৬ জুন। জাতীয় বিশ^বিদ্যালয় ভিসির ভারত গমন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী টিমের সদস্য হয়ে ভারতে গিয়েছেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত পশ্চিম বাংলার শান্তিনিকেতনের বিশ^ ভারতীয় বিশ^বিদ্যালয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও অর্থায়নে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার নবনির্মিত ‘বাংলাদেশ ভবন’ এর উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের দু’প্রধানমন্ত্রী। আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। তার অবর্তমানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
×