ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ মে ২০১৮

কুমিল্লায় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ মে ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ, নজরুল ইনস্টিটিউট কেন্দ্র-কুমিল্লা ও নজরুল পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতীয় কবি নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুলের জীবনভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এরপর ‘জাতীয় জাগরণে কবি নজরুল’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মোৎসব উদ্যাপন উপলক্ষে কুইজ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, নজরুল জন্মোৎসব উদ্যাপন কমিটি ও নজরুল চর্চা কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
×