ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মায় নিখোঁজ লঞ্চ যাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ মে ২০১৮

পদ্মায় নিখোঁজ লঞ্চ যাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ মে ॥ শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের পল্টুন থেকে পদ্মায় পড়ে নিখোঁজ লঞ্চযাত্রী কাজী শহিদুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও পুলিশ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ যাত্রী বুধবার রাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে উঠে লঞ্চে পদ্মানদী পার হয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন। জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিক শিমুলিয়া ঘাট থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী নিয়ে সাগরপাড় নামের একটি লঞ্চ কাঁঠালবাড়ি ঘাটে আসে। গাইবান্ধায় দলিতদের সমাবেশ ও মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ২৪ মে, গাইবান্ধা ॥ দলিত জনগোষ্ঠীর সরকারী চাকরিতে কোটা ও হোটেল রেস্তরাঁয় প্রবেশ অধিকার নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার শহরের ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অবলম্বন, জনউদ্যোগ, বিডিইআরএম, হরিজন ঐক্য পরিষদ, হরিজন যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন গাইবান্ধা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা জেএসডির সভাপতি লাসেন খান, হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দীলিপ বাশফোর, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগে সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, অঞ্জলী রানী দেবী, সন্তোষ বাশফোর, দধিয়া রবিদাস, রাজেশ বাশফোর, সোহাগ বাশফোর, মিলন রবিদাস, সুনিল রবিদাস, শেফালী রানী দেবনাথ প্রমুখ।
×