ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে চরমপন্থী পরিচয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি অব্যাহত

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ মে ২০১৮

যশোরে চরমপন্থী পরিচয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি অব্যাহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে চরমপন্থী সংগঠনের পরিচয়ে ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে অন্তত ৪৫ জনকে এ ধরনের হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। এসব হুমকির প্রেক্ষিতে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক ৪টি সাধারণ ডায়েরি করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার যশোরের চোরমারা দীঘিরপাড় এলাকার এক গৃহবধূকে ফোনে চাঁদা দাবি করে সন্তান অপহরণের হুমকি দেয়া হয়েছে। এর আগে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদার দাবিতে হত্যার হুমকির দেয়ার অভিযোগ পাওয়া যায়। যশোরের চোরমারা দীঘিরপাড় এলাকার বাসিন্দা হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে তার প্রবাসী ভাইয়ের স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি (০১৯৯৫-৩০১০২৯) নম্বর থেকে ফোন করে চরমপন্থী সংগঠনের পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার বিকেলে হারুন যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। এর আগে গত বুধবার দুপুরে শহরের আরএন রোড শাখা বেস্ট ইলেক্ট্রনিকের ম্যানেজার হুমায়ুন কবীরের শোরুমে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করা হয় ০১৯৯৫-৩৮০৪৪৮ নম্বর ফোন থেকে। অজ্ঞাত পরিচয় এক দুর্বৃত্ত এই ফোন করে নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আবুল হোসেন বলে পরিচয় দেন। এ সময় ম্যানেজারকে বলা হয়, ‘পার্টির সদস্য তার কাছে যাবে। তাদের যেন এক লাখ টাকা দেয়া হয়। টাকা না দিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। এরপর দুপুর সোয়া ২টার দিকে ফের তাকে ফোন করে নানা রকমের হুমকি দেয়া হয়। এ ঘটনায় ম্যানেজার হুমায়ুন কবীর যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। এর আগে গত ১০ ও ১১ মে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায়ও থানায় জিডি করা হয়।
×