ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪১, ২৫ মে ২০১৮

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ মে ॥ জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার সদর উপজেলার দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শহিদ বাবু। অভিযোগে বলা হয়, দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণকালে বিদ্যালয়ের হিসাব-নিকাশ বুঝে নেয়ার সময় দেখতে পেয়েছেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন সহকারী শিক্ষক মোঃ আখতার হোসেন বিভিন্ন সময় বিদ্যালয়ের তহবিল হতে নিয়ম বহির্ভূতভাবে ২৬ লাখ ৭০ হাজার ৭০ টাকা উত্তোলন করেছেন এবং সেই টাকা তিনি কী কাজের জন্য উত্তোলন করেছেন তার সঠিক কোন কারণ বা হিসাব-নিকাশ প্রদান করেননি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। গণপিটুনিতে আহত সন্ত্রাসীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ মে ॥ গণপিটুনিতে আহত মোমিনুল ইসলাম মোমিন (৪৫) নামে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোমিনের। গত রবিবার রাতে জিনজিরার হাউলী জুম্মা মসজিদের পেছনে একটি বাড়িতে গণপিটুনির শিকার হয়েছিলেন তিনি। মোমিনের বাবার নাম মৃত হাবিবুর রহমান। জিনজিরা হুক্কাপট্টি এলাকায় তার বাড়ি। জানা যায়, মোমিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
×