ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ মে ২০১৮

চট্টগ্রামে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে প্রায় ২০ লাখ টাকা এবং মূল্যবান সামগ্রী। বুধবার রাতের কোন এক সময় সিএ্যান্ডএফ টাওয়ারে অবস্থিত কিউসি মেরিটাইম লিমিটেড, কিউসি লজিস্টিক লিমিটেড এবং আরএকে ক্যাপিটাল লিমিটেড কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সিএ্যান্ডএফ টাওয়ারের চতুর্থ তলায় বুধবার রাতে কিউসির কার্যালয়ের দরজা ভেঙ্গে প্রবেশ করে চোরের দল। চোরেরা কিইসি মেরিটাইম লিমিটেড ও কিউসি লজিস্ট্রিকস লিমিটেডের অফিসে ফাইল কেবিনেট, সিন্ধুক ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নিয়ে যায় ১৯ লাখ টাকা। ভিডিও ফুটেজে এই কাজে দুজনকে নিয়োজিত থাকতে দেখা যায়। চবির উত্তরপত্র পোড়ানোর তদন্ত ছুটির ফাঁদে চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই (কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং) বিভাগে চাঞ্চল্যকর ৭০৯ উত্তরপত্র পোড়ানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত ৫ দিনেও প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে আরও দুই সপ্তাহ (দশ কার্যদিবস) তদন্তের সময়সীমা বাড়িয়ে দিয়েছে প্রশাসন। তবে এরই মধ্যে বর্ষাকালীন ছুটি, রমজান ও ঈদের ছুটি মিলে প্রায় ১ মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ক্যাম্পাস। এতে করে দীর্ঘসূত্রতা পড়ে গেল তদন্ত কার্যক্রম। শুধু তাই নয়, তদন্ত রিপোর্ট শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এ দিকে দুর্বৃত্তদের পুড়িয়ে দেয়া ওই উত্তরপত্রগুলির বিষয়ে নতুন করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাসের ২৫ তারিখ থেকে নতুন পরীক্ষা শুরু হবে। এ দিকে, প্রশ্ন উঠেছে উত্তরপত্র পোড়ানো দুর্বৃত্তরা কি তাহলে সফল? কারণ এই উত্তরপত্র পোড়ানোর পেছনে যে ৮ শিক্ষার্থীর দিকে সন্দেহের তীর তাদের দুইজন আগের বছরের ড্রপ আউট।
×