ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুয়েট উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধি দলের মতবিনিময়

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ মে ২০১৮

চুয়েট উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধি দলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের একটি প্রতিনিধি দল। এ সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানে স্কলারশিপ এবং দ্বিপাক্ষিক বিনিময় কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার সকালে চুয়েট উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ মত বিনিময়সভা। চুয়েট জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, জাপান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রধান মাসিকো ইয়ামামুরা উপাচার্যের সঙ্গে বৈঠকে তার দেশের পক্ষ থেকে শিক্ষা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ জাপানের অন্যতম বন্ধুপ্রতিম দেশ। জাপানের অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা মেধার স্বাক্ষর রাখছে। গবেষণা কাজেও তারা বেশ আগ্রহী। তিনি দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথা ব্যক্ত করেন। চুয়েট উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের শিক্ষা ব্যবস্থা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহের কথা তুলে ধরে জাপানের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, প্রকৌশল ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরি এবং ব্যবসা বাণিজ্যিক বিষয়ক স্টার্টআপ তৈরি বা ইনোভেটিভ কিছু করতে চায় চুয়েট শিক্ষার্থীরা। এ জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর ল্যাবরেটরি প্রয়োজন। এক্ষেত্রে তিনি জাপানের তথ্য ও কারিগরি সহায়তার প্রত্যাশা করেন। মত বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানী দূতাবাসের অনারারি কনস্যুলেট জেনারেল মোঃ নুরুল ইসলাম, চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক এবং বিভাগীয় প্রধানগণ।
×