ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবি শাহজাহান আবদালীর জন্মদিন আজ

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ মে ২০১৮

কবি শাহজাহান আবদালীর জন্মদিন আজ

কবি শাহজাহান আবদালীর ৫৪তম জন্মদিন শুক্রবার। ১৯৬৪ সালের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। রম্যরচনা, ছড়া, কবিতা, উপন্যাস ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে তার ৫৬টি গ্রন্থ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছেÑ নেতার চমক, কাজের মাঝে অমর যারা, গল্পগুলো ছোটদের প্রথম ও দ্বিতীয় খ-, এই সমাজের সেবক যারা, ১০০ ছড়া, ছড়ার নূপুর, ছড়ার গাড়ি টমটম, রসেভরা শত ছড়া, একাত্তরের বীরশ্রেষ্ঠ, কাব্যরানী, পুরুষ যখন নির্যাতিত (সম্পাদনা) বাঙালীর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ১ম ও ২য় খ-সহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। শুক্রবার সকাল ১০টায় ঢাকা কমলাপুর কবি জসীমউদ্দীন রোডের কবি জসীমউদ্দীনের বাড়িতে তার কর্মময় জীবন নিয়ে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। এতে দেশবরেণ্য কবি-সাহিত্যিকসহ তার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ। অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। -বিজ্ঞপ্তি
×